Police Clearance Certificate (PCC)
👉বিদেশে পড়াশুনা ও নাগরিকত্ব লাভের আবেদনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই বিশেষ প্রয়োজন হয়।এমনকি চায়নাতে পড়তে আসতেও এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর প্রয়োজন সীমাহীন !!
👉#পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি,??
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট -এর মানে হচ্ছে উক্ত কোন ব্যাক্তি অপরাধী নয় এবং তার বিরুদ্ধে দেশের থানা গুলোতে কোন ফৌজদারী মামলা নেই, সুতারাং উক্ত ব্যক্তি কোনো দেশের জন্যে ঝুকিপূর্ণ নয়!
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট -এর মানে হচ্ছে উক্ত কোন ব্যাক্তি অপরাধী নয় এবং তার বিরুদ্ধে দেশের থানা গুলোতে কোন ফৌজদারী মামলা নেই, সুতারাং উক্ত ব্যক্তি কোনো দেশের জন্যে ঝুকিপূর্ণ নয়!
👉পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপএ:-
১) প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার দ্বারা পাসপোর্ট এর তথ্য পাতার(২ নং ও ৩নং বায়োডাটা পেজকে) সত্যায়িত করে স্ক্যানকপি করে সেটা অনলাইনে আপলোড করতে হবে।
১) প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার দ্বারা পাসপোর্ট এর তথ্য পাতার(২ নং ও ৩নং বায়োডাটা পেজকে) সত্যায়িত করে স্ক্যানকপি করে সেটা অনলাইনে আপলোড করতে হবে।
২)আপনার এলাকার চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নিবন্ধিত নাগরিক সনদপত্রের স্ক্যানকপি করে আপলোড করতে হবে।
৩) প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত জন্ম সনদপত্রের স্ক্যানকপি করে অনলাইনে আপলোড দিতে হবে।
৪)আপনার পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি লাগবে ।
5)National ID Card এর স্ক্যান কপি।NID না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে কাজ চালাবেন। তবে NID বা জন্ম নিবন্ধনের যেকোনো একটি মাস্ট লাগবে আবেদন করতে।
৪)আপনার পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি লাগবে ।
5)National ID Card এর স্ক্যান কপি।NID না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে কাজ চালাবেন। তবে NID বা জন্ম নিবন্ধনের যেকোনো একটি মাস্ট লাগবে আবেদন করতে।
***ব্যাংকের বাইরে ফটোকপির দোকানে চালান কোড লেখা ৩ কপি কাগজ পাওয়া যাবে। যা থেকে পরবর্তীতে ব্যাংক আপনাকে ১ কপি দিবে এবং তার স্ক্যানকপি আপনাকে অনলাইন এপ্লিকেশন এর সময় আপলোড দিতে হবে।
👉বি:দ্র : আপনি যদি চান নিজে মোবাইল থেকে স্ক্যান করেও এসব কাগজ অনলাইনে দাখিল করতে পারেন। কিন্তু সেজন্য আপনাকে অবশ্যই Image/photo গুলো Resize করে নিতে হবে যার লিমিট সর্বোচ্চ ২০০Kb.অনলাইনে Photo/image Resize করার অনেক Website পাবেন সেখান থেকে করে নিবেন।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার স্টেপ বাই স্টেপ নিয়মাবলীঃ-
—————————————————————-
১। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদনের পূর্বে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় গিয়ে এই কোড নং (১-৭৩০১-০০০১-২৬৮১) এর অনুকুলে ৫০০/=টাকার ব্যাংক চালান করতে হবে।এরপরের দিন কম্পিউটারের দোকানে বসে বা ঘড়ে বসেই কম্পিউটার/লেপটপ,মোবাইল ফোনের সাহায্য আপনি অনায়াসেই আবেদন করতে পারবেন।বিকজ যে ডেটে চালান দিবেন সেই দিনই চালান আপডেট হয়না। সো, একদিন পরেই অনলাইনে আবেদন করবেন & এটাই বেটার। 👍👍👍
—————————————————————-
১। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদনের পূর্বে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় গিয়ে এই কোড নং (১-৭৩০১-০০০১-২৬৮১) এর অনুকুলে ৫০০/=টাকার ব্যাংক চালান করতে হবে।এরপরের দিন কম্পিউটারের দোকানে বসে বা ঘড়ে বসেই কম্পিউটার/লেপটপ,মোবাইল ফোনের সাহায্য আপনি অনায়াসেই আবেদন করতে পারবেন।বিকজ যে ডেটে চালান দিবেন সেই দিনই চালান আপডেট হয়না। সো, একদিন পরেই অনলাইনে আবেদন করবেন & এটাই বেটার। 👍👍👍
#নোটঃ-অনলাইনের মাধ্যমে ও চালানের টাকা পে করা যায়।তবে অনেকেই বলে এটা নাকী ঝামেলা দায়ক,পোষ্টের শেষে ভিডিও লিংক দিয়েছি,দেখে নিয়েন 🙄🙄
2) http ://pcc.police.gov.bd ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে www.police.gov.bd গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া অনেক সহজ সো প্রতিটি স্টেপ আলাদাভাবে আর আলোচনা করলাম না।এতে অনেক সময় লাগবে & দীর্ঘ পোস্ট হয়ে যাবে। তাই স্কিপ করে গেলাম। পোষ্টের শেষে আবেদন প্রণালী নিয়ে ভিডিও দিলাম দেখে নিয়েন 😊😊
আবেদন প্রক্রিয়া অনেক সহজ সো প্রতিটি স্টেপ আলাদাভাবে আর আলোচনা করলাম না।এতে অনেক সময় লাগবে & দীর্ঘ পোস্ট হয়ে যাবে। তাই স্কিপ করে গেলাম। পোষ্টের শেষে আবেদন প্রণালী নিয়ে ভিডিও দিলাম দেখে নিয়েন 😊😊
3) আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোন একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন / জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারীকে/যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।
#অনলাইনে আবেদনের নিয়মাবলী:-
ধাপ :-১
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।http ://pcc.police.gov.bd
ধাপ :-১
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।http ://pcc.police.gov.bd
👉ধাপ :- ২
নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ-ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।
নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ-ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।
👉ধাপ :- ৩
আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন। আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।
আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন। আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।
👉ধাপ :- ৪
আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেণ্টসমূহের স্ক্যান কপি আপলোড করুন।
ব্যাংক চালানের স্ক্যান রশিদ,পাসপোর্ট সত্যায়িত স্ক্যান কপি এবং চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নিবন্ধিত নাগরিক সনদপত্রের স্ক্যানকপি,আপনার ছবি। এই চারটি জিনিস PCC এর জন্য অপরিহার্য। মন চাইলে,NID Card & Birth Certificate ও আপলোড দিতে পারেন।
আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেণ্টসমূহের স্ক্যান কপি আপলোড করুন।
ব্যাংক চালানের স্ক্যান রশিদ,পাসপোর্ট সত্যায়িত স্ক্যান কপি এবং চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নিবন্ধিত নাগরিক সনদপত্রের স্ক্যানকপি,আপনার ছবি। এই চারটি জিনিস PCC এর জন্য অপরিহার্য। মন চাইলে,NID Card & Birth Certificate ও আপলোড দিতে পারেন।
👉ধাপ :- ৫
আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে। আবেদনে কোন ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপসমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে। তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।
আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে। আবেদনে কোন ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপসমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে। তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।
👉ধাপ :- ৬
আবেদন ফরমের পঞ্চম ধাপে ফি পরিশোধ করার জন্য Pay Offline বাটনে ক্লিক করুন। চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
আবেদন ফরমের পঞ্চম ধাপে ফি পরিশোধ করার জন্য Pay Offline বাটনে ক্লিক করুন। চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
👉ধাপ :-৭
চালানের মূল কপিটি আপলোড করার পূর্বে অবশ্যই এর উপর এপ্লিকেশন রেফারেন্স নম্বরটি লিখে দিন।চালান এর স্ক্যানকপি এর উপর দিকে বামপাশে ফাকা জায়গায় আপনার এপ্লিকেশন নাম্বার লিখে দিতে পারেন৷ অন্যথায় আপনার পেমেন্টটি গ্রহণযোগ্য হবেনা এবং আবেদনটি বাতিল বলে গন্য হবে।
চালানের মূল কপিটি আপলোড করার পূর্বে অবশ্যই এর উপর এপ্লিকেশন রেফারেন্স নম্বরটি লিখে দিন।চালান এর স্ক্যানকপি এর উপর দিকে বামপাশে ফাকা জায়গায় আপনার এপ্লিকেশন নাম্বার লিখে দিতে পারেন৷ অন্যথায় আপনার পেমেন্টটি গ্রহণযোগ্য হবেনা এবং আবেদনটি বাতিল বলে গন্য হবে।
#সবশেষে,আবেদনটি অনলাইনে যথাযথভাবে সম্পন্ন করে আপনার লোকাল থানাতে গিয়ে আবেদনকৃত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রিন্ট আউট কপি এবং আবেদন কার্যে ব্যবহৃত ডকুমেন্টস গুলো জমা দিবেন।ব্যাস আপনার কাজ শেষ 😍😍😍
এখন পুলিশ মামার জন্যে ওয়েট করুন।পুলিশ ২-৪ দিনের মাঝেই তদন্তে আসবে আপনার বাড়িতে বা এলাকায়,আপনার বিষয়ে খোজ খবর নিবে। পুলিশ মামাকে চা নাস্তা খাওয়াইয়া ৫০০-১০০০ টাকা হাতে গুজিয়ে দিয়ে হাসি মুখে বিদায় করিয়েন।আশা করি ৭-১৫ দিনের মাঝেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন।আর যদি টাকা দিতে কুন্জুসি করেন তবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স কবে নাগাদ পাবেন তা ঠিক কেউই মালুম করতে পারবে না!🤗🤗🤗
বাপুরে বনের বাঘকে পোষ মানানো যায় কিন্তু থানার পুলিশকে যায় না!! অনেকে ভুক্তভোগী তো ভাই,তাই পুলিশ মামার কথাটা বললাম।
———————————————————————আর,আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে PCC লিখে Space দিয়ে,এর পর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে যেকোন মোবাইল থেকে ক্ষুদে বার্তা পাঠান 6969 নম্বরে। ফিরতি এসএমএস এ আপনার আবেদনের সর্বশেষ স্ট্যাটাস পেয়ে যাবেন!
বাপুরে বনের বাঘকে পোষ মানানো যায় কিন্তু থানার পুলিশকে যায় না!! অনেকে ভুক্তভোগী তো ভাই,তাই পুলিশ মামার কথাটা বললাম।
———————————————————————আর,আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে PCC লিখে Space দিয়ে,এর পর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে যেকোন মোবাইল থেকে ক্ষুদে বার্তা পাঠান 6969 নম্বরে। ফিরতি এসএমএস এ আপনার আবেদনের সর্বশেষ স্ট্যাটাস পেয়ে যাবেন!
👉নোটঃ-সাধারণত পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে ৬ মাস,তাই সময়ের দিকে লক্ষ রেখে চীনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স বানানোর দিকে খেয়াল রাখবেন।মেয়াদ শেষ হলে আবার বানানো লাগতে পারে😱
👉অনলাইনে স্ট্যাটাস রেডি দেখানো মানে-আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত,এখন আপনার সিটির SP এর অফিসে/কার্যালয়ে গেলেই PCC পেয়ে যাবেন।
👉পুলিশ ক্লিয়ারেন্স এখন শুধু চাইনিজ ইউনিভার্সিটিতে আবেদনের জন্য লাগে,চাইনিজ Embassy তে দরকার পড়ে না “!!
#এখন আপনি যদি আলসের ঢেঁকি হয়ে থাকেন তবে নিচের তিনটি ভিডিও দেখে দেখে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করুন।
পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ নসিহত,অবশ্যই দেখবেন 👇👇👇
https://www.youtube.com/watch?v=G25Ger1H6kk&feature=share
পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ নসিহত,অবশ্যই দেখবেন 👇👇👇
https://www.youtube.com/watch?v=G25Ger1H6kk&feature=share
ঘড়ে বসে পুলিশ ক্লিয়ারেন্সের E-চালান সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Quick Cook!
Tasty & Easy To Make Desserts With Blueberries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...
The Single Most Important Thing You Need To Know About Success
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...