#IELTS_FOR_CHINA-2020(PART-4)!!
Rayhanul Islam Rajib
Tianjin University,China
#এক_ছোট_ভাই_বলতেছে,রাজীব ভাই চায়নাতে এখন কী চলে????????
আমি বললাম ভাইয়া চায়নাতে এখন IELTS চলে!!!

ভাবছেন এমন কথা কেনোই বা বললাম!!
চলেন বিস্তারিত নিচের অংশ হতে জেনে নেওয়া যাক

#একটা সময় ছিলো যখন সবাই বলতো আরে ভাই চায়নাতে পড়তে আবার IELTS লাগে নাকী???আর এখন এমন সময় এসেছে যে IELTS ছাড়া চায়নার টপ সারির ইউনিভার্সিটিতে চান্সই হচ্ছে না!!



ইংলিশ মিডিয়ামের মোটামুটি সব টপ চাইনিজ ইউনিভার্সিটি গুলো ব্যাচেলর & মাস্টার্স প্রগ্রামে IELTS ম্যান্ডেটরি করেছে।ব্যাচেলরের জন্য ৫.৫-৬ এবং মাস্টার্সের জন্য ৬.৫ চাচ্ছে। তারা যেমন ভালো রেজাল্ট ধারীদের গ্রহণ করতেছে,পাশাপাশি IELTS/HSK স্কোর ও দেখতেছে!



#উদাহরণ স্বরূপ আরও বলতে পারি কিছু ইউনিভার্সিটির কথা,Tianjin University,HIT,CUPB,Shanghai Jiaotong University,USTB,Xidian University,Dalian University,Nanjing University,Northwestern Polytechnical University সহ আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা ভালো একাডেমীক রেজাল্টের সাথে সাথে অবশ্যই ইংলিশ মিডিয়ামে IELTS স্কোর নিবে ফুল ফ্রী স্কলারশীপের জন্যে।। আপনার ভালো একাডেমীক রেজাল্ট আছে বাট IELTS নেই তবে আপনাকে তারা তখন পার্শিয়াল স্কলারশিপ প্রদান করবে। তবে বোঝা গেলো, ফুল ফ্রী স্কলারশিপ+স্টাইপেন্ড পেতে গেলে IELTS থাকার গুরুত্ব কত অপরিসীম???



আই ফুললি এ্যাপ্রিশিয়েট সাচ্ কাইন্ড ওফ ইনিশিয়েটিভ 





#ব্যাচেলরে, পোলাপান এবার বুঝবে চায়নাতে ফুল ফ্রী স্কলারশিপ পাওয়াটা কেমন কঠিন ব্যাপার হয়ে দাড়ায়!!এতোদিন পাড়ঁ পাইছো এখন 2020 সালে সেপ্টেম্বর ইনটেকে বুঝবা ফুল ফ্রী স্কলারশীপ কারে কয়!!



যাস্ট ওয়েট & সি ব্রাদার

হ্যাঁ সবই পাবেন,তবে IELTS স্কোর লাগবে। বলে ভাইয়া আর যাই বলেন IELTS এর কথা বলিয়েন না???
এখন শুরু হলো সহস্র এক্সকিউজ, বাসায় থেকে টাকা দিবে না,IELTS কঠিন লাগে,এতো সময় নাই,আমার রেজাল্ট তো ভালো IELTS লাগবে ক্যান,ওই ভাই তো IELTS ছাড়াই গেছে…………..ব্লা ব্লা ব্লা!




চাইনিজ ইউনিভার্সিটি গুলো আঁতেল নয় যে তোমার মতো IELTS কে ভয় পাওয়া বান্দা কে এত এতো সুযোগ সুবিধা দিয়ে লালন পালন করবে।সহজ সমীকরণ, ভালো একাডেমীক রেজাল্ট রাখবা +IELTS রাখবা সব পাবা।IELTS থাকবে না,তোমার স্টাইপেন্ড ও থাকবে না।
কথা কী ক্লিয়ার নাকী ভেজাল আছে???

তাই চেষ্টা করুন অন্যদের থেকে নিজেকে একটু অন্যভাবে সাজাতে, তবেই দেখবেন সব কিছু আপনার অনুকূলে থাকবে।
#প্রশ্নঃ– ভাইয়া আমি চায়নাতে ইংলিশ মিডিয়ামে ব্যাচেলরে ফুল ফ্রী স্কলারশীপে স্টাইপেন্ড সহ পড়তে চাই বাট IELTS নেই,আমি কী পারবো???
শুরুতেই বলি, চায়নাতে হাতে গোনা কয়েকটি মাএ ইউনিভার্সিটি আছে যারা ব্যাচেলরে ইংলিশ মিডিয়ামে স্টাইপেন্ড সহ নির্দিষ্ট কিছু সাব্জেক্টের উপর অল্প পরিসরে স্কলারশীপ প্রোভাইড করে থাকে।তাদের রিক্যোয়ারম্যান্ট হিসেবে ভালো রেজাল্ট যেমন থাকে তেমনি IELTS এ ৫.৫-৬ ব্যান্ড স্কোর ম্যান্ডেটরী থাকে for Bachelor Students । এখন আপনার একাডেমিক রেজাল্ট ভালো আছে বাট IELTS নেই তবে কী তারা আপনাকে স্টাইপেন্ড সহ ফুল ফ্রী স্কলারশিপ + স্টাইপেন্ড অফার করবে,আপনিই বলেন?????
আমি তো একটি কথা খুবই বলি,ইংলিশ মিডিয়ামে ব্যাচেলর লেভেলে স্টাইপেন্ড নিয়ে পড়াশোনা করার প্রথম শর্তই হচ্ছে IELTS থাকা।তারপরও যদি আপনি না বোঝার ভান করে থাকেন তবে আমি বলবো তেজপাতা 

উদাহরণঃ-
ধরুন,রাজীবের SSC & HSC মিলিয়ে টোটাল পয়েন্ট 10 GPA বাট রাজীবের IELTS নেই?
অন্যদিকে,Nawaj এর SSC & HSC মিলিয়ে টোটাল ৯.৮০ GPA সাথে IELTS আছে 6 band স্কোর। এখন বলুন ইউনিভার্সিটি কাকে নিবে???
অবশ্যই Nawaj কেই নিবে & তাকেই ফুল ফ্রী স্কলারশিপ + মান্থলি স্টাইপেন্ড দিবে!
#বাস্তবতাঃ-আমাদের দেশের পোলাপান ৩-৪ লাখ টাকা খরচ করে এজেন্ট দিয়ে চায়নাতে আসতে পারে কিন্তু 20-30 হাজার টাকা খরচ করে IELTS দিতে কলিজা খসে পড়ে।আরে ভাই এইটা তো দেখিস না যে IELTS করলে অনলি ৭০-৮০ হাজার টাকা খরচে চায়নায় আসতে পারবি,ভালো ইউনিভার্সিটি & ভালো (স্কলারশিপ +স্টাইপেন্ড)সবই পাবি।আর সবচেয়ে বড় কথা হলো উরাধুরা ইংলিশ বলতে পারবি,ক্লাসের পড়া থেকে শুরু করে সব কিছু পানির মতো স্বচ্ছ মনে হবে।”কর ভাই কর,IELTS টা কর”অনেক সুযোগ সুবিধা পাবি,অনেক ভালো ইউনিভার্সিটি & স্কলারশীপ সবই পাবি,ইনশাআল্লাহ্।

@যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাদেরকে বলবো আপনারা IELTS এর প্রিপারেশন নিতে থাকুন। মেজর যখন ইংলিশ মিডিয়ামে স্টার্ট করবেন তখন ভালো ইংরেজি জানার কারণে সেখান থেকে বেশ হেল্প পাবেন।
@এখন চায়নাতে কম্পিটিশন অনেক বেশি,আর ২০২০ সালে এর মাএা আরও বেড়ে যাবে তা বলাই যায়।এক সিটের জায়গায় ৬-৭ জন স্টুডেন্ট প্রতিযোগীতা করে চায়নার ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে।ব্যাপারটা মাথায় রেখে নিজেকে প্রস্তুত করতে থাকুন সেইভাবে।
@অনেকে আছে টপ ইউনিভার্সিটি খোজে কিন্তু IELTS করতে রাজি না! তেমনি ইউনিভার্সিটি ওহ আপনার মতো স্টুডেন্ট নিতে মোটেও রাজি নয়।
পরিশেষে এটাই বলবো,একটু কষ্ট করে হলেও IELTS টা করে নিবেন প্লিজ। যার বৌদ্দলতে,অনেক ভালো ইউনিভার্সিটি পাবেন,ভালো স্কলারশিপ + স্টাইপেন্ড সবই পাবেন। আশা করি বুঝাতে পেরেছি 





Rayhanul Islam Rajib
Tianjin University,China
Chemical Engineering
All reactions:
113113
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Quick Cook!
Tasty & Easy To Make Desserts With Blueberries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...
The Single Most Important Thing You Need To Know About Success
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...