Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

Bachelor_BSc_Program 

 #Aeronautical_Astronautical_Aerospace

বিশ্বের সবচেয়ে দামী মেজরে পড়ার স্বপ্ন কার না থাকে? আর সেটা যদি হয় স্কলারশিপ সহ !
তবে তো একদম সোনায় সোহাগা 😍😍
চায়নাতে Aeronautical Engineering, Aerospace Engineering, Astronautical Science & Engineering, Astronautics Engineering, Aircraft Manufacturing Engineering নিয়ে পড়ার আগ্রহ আমাদের দেশের অনেক স্টুডেন্টের আছে ||
কিন্তু সেইভাবে এই Hotcake মেজরের উপর তাদের জানাশোনা বা জ্ঞান নেই।। তাই আপনাদের বিশেষ অনুরোধে লেখতে বসে পড়লাম।।
★ Aeronautical Engineering সাবজেক্ট টা এখন Worldwide নাম্বার 1 এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ❤ এই ফিল্ডে জব নিয়ে টেনশন নাই৷
আর স্যালারীর কথা নাই বা বললাম ! ✍️✍️
°
°
👉 প্রথমেই বলবো চায়নাতে স্কলারশিপ সহ গুটি কয়েক পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলিতে পড়ার সুযোগ রয়েছে। তারমধ্যে বেশিরভাগ ইউনিভার্সিটি ব্যাচেলর/বিএসসি কোর্সে চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করায়!! 🤔
খুব অল্প কিছু ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে পড়ায়। ইংলিশ মিডিয়ামে স্কলারশীপ ও দেয় ||
[[ নিম্নে কিছু চাইনিজ + ইংলিশ মিডিয়ামের গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির নাম উল্লেখ্য করলাম👇👇👇👇👇]]
Beihang University, Northwestern Polytechnical University, Harbin Institute & Technology Shenyang Aerospace University, Beijing Institute Of Technology, Tianjin Sino – German Applied Sciences, Nanchang Institute of Technology
সাবজেক্টের নামঃ Astronautical Science & Engineering
স্কলারশীপের ধরণঃ (Self Paid) ব্যাচেলর / বিএসসি কোর্সে সম্পূর্ণ টাকা পে করে পড়তে হবে।
পড়াশোনার মাধ্যমঃ চাইনিজ মিডিয়াম
এ্যাপ্লিকেশন ফিঃ 400 Rmb
#মন্তব্যঃ– Astronautical Science & Engineering জন্য পুরো চায়নাতে Beihang University কে নাম্বান ওয়ান (1) বলা হয় 😍😍
———————————————————————-
°
°
সাবজেক্টের নামঃ Aeronautical Engineering ও Aerospace Engineering
স্কলারশীপের ধরণঃ দুই ধরনের স্কলারশীপ দেয়।
১. ফুল ফ্রী স্কলারশিপ & মাসিক বৃত্তি দেয় 1500 Rmb || Type- A স্কলারশীপ প্রতি ডিপার্টমেন্টে ৩-৪ জন করে স্টুডেন্ট পায়।।
২. পার্শিয়াল স্কলারশীপ ও আছে। সেখানে টিউশন ফি ফ্রী থাকে এবং 7000 Rmb ডর্মিটরী ফি দিতে হয় বাৎসরিক।।
√ পড়াশোনার মাধ্যমঃ ইংলিশ মিডিয়াম
√ এ্যাপ্লিকেশন ফিঃ 600 Rmb 🙄
#মন্তব্যঃ ইংলিশ মিডিমামে Aeronautical Engineering ও Aerospace Engineering এর জন্য এই ইউনিভার্সিটি কে বলা হয় নাম্বার ওয়ান (1) ইন চায়না। 👌👌👌
💢 NPU নিয়ে বিস্তারিত জানার থাকলে আমার লেখা পোস্ট থেকে দেখে নিয়েন।
———————————————————
সাবজেক্টের নামঃ Astronautics Engineering
স্কলারশীপের ধরণঃ টিউশন ফ্রী + 1000 Rmb মাসিক বৃত্তি। হোস্টেল ফি নিজের ⛩️
পড়াশোনার মাধ্যমঃ ইংলিশ মিডিয়াম।
এ্যাপ্লিকেশন ফিঃ 400 Rmb
💢 HIT নিয়ে বিস্তারিত জানতে আমার লেখা পোস্ট থেকে দেখে নিয়েন।
——————————————–
সাবজেক্টের নামঃ Aerospace Engineering
স্কলারশীপের ধরণঃ নাম মাত্র স্কলারশীপ দেয়।
পড়াশোনার মাধ্যমঃ ইংলিশ মিডিয়াম।
এ্যাপ্লিকেশন ফিঃ 400 Rmb
💢 NUAA নিয়ে বিস্তারিত জানতে আমার লেখা পোস্ট থেকে দেখে নিয়েন।।
————————————————-
সাবজেক্টের নামঃ Aerospace Engineering
স্কলারশীপের ধরণঃ পার্শিয়াল স্কলারশিপ দেয়।
পড়াশোনার মাধ্যমঃ ইংলিশ মিডিয়াম।
এ্যাপ্লিকেশন ফিঃ 600 Rmb
💢 BIT নিয়ে বিস্তারিত জানতে আমার লেখা পোস্ট থেকে দেখে নিয়েন।
———————————————-
সাবজেক্টের নামঃ Aerospace Engineering
স্কলারশীপের ধরণঃ পার্শিয়াল স্কলারশীপ দেয়।
পড়াশোনার মাধ্যমঃ ইংলিশ মিডিয়াম
এ্যাপ্লিকেশন ফিঃ 700 Rmb
💢 SAU নিয়ে বিস্তারিত জানতে আমার লেখা পোস্ট থেকে দেখে নিয়েন।
—————————————————-
#Tianjin Sino- German Applied Sciences
সাবজেক্টের নামঃ Aircraft Manufacturing Engineering
স্কলারশীপের ধরণঃ ফুল ফ্রী স্কলারশীপ দেয়।
পড়াশোনার মাধ্যমঃ ইংলিশ মিডিয়াম।
এ্যাপ্লিকেশন ফিঃ নেই (ফ্রী) ❤️
💥 এই ইউনিভার্সিটি নিয়ে চমৎকার একটি পোস্ট আছে আমার। দেখে নিয়েন ✍️🚍
—————————————————
⛩️ ইউনিভার্সিটির নাম: হিডেন (Hidden)
সাবজেক্টের নামঃ Aircraft Manufacturing Engineering
স্কলারশীপের ধরণঃ ফুল ফ্রী স্কলারশীপ + মাসিক 1500 Rmb Stipend 🔥
পড়াশোনার মাধ্যমঃ ইংলিশ মিডিয়াম।
এ্যাপ্লিকেশন ফিঃ নেই (ফ্রী) ❤️
💥 এই ইউনিভার্সিটি পুরা আগুন ✍️ ফ্যাসিলিটিস সেই লেভেলের জোস 😍😍
——————————————————————–
এরা পার্শিয়াল স্কলারশীপ প্রদান করে চাইনিজ মিডিয়ামে এবং Aerospace Engineering এর জন্য কম টাকায় মোটামুটি মানের ইউনিভার্সিটি এই NIT 😃
মেজরঃ Aeronautical Engineering (Aerospace Engineering)
স্কলারশিপ ধরণঃ পার্শিয়াল
♻️After scholarship
Tuition: 5000 yuan/yearly
Accommodation: 1500RMB Yearly
**********************************************************************************************************
👉 এছাড়াও Dalian University Of Technology, Zhengzhou University Of Aeronautics, Civil Aviation University Of China, Harbin Engineering University, Xiamen University,Tongi University, Nanchang Hongkong University,Civil Aviation Flight University Of China, Xian jiotong University, Tsighua University,
Peiking University, Fudan University এই ইউনিভার্সিটি গুলোতেও চাইনিজ মিডিয়ায়ে এই মেজর গুলি রয়েছে। তবে কোন প্রকার স্কলারশীপ নেই,পড়তে চাইলে বাৎসরিক মোটা অংকের টাকা পে করে পড়তে হবে।
#Beihang থেকে NIT পর্যন্ত সব ইউনিভার্সিটিতে আমরা কাজ করে থাকি, আলহামদুলিল্লাহ।। 💯% চান্সের নিশ্চয়তা আছে ইনশাআল্লাহ।।
কোনো হেল্প লাগলে আমাদের জানাতে পারেন। CSH টিম সর্বদা আছে আপনার পাশে 🤝
Email: cshbd.cn@gmail.com
WhatsApp: +8801518702696
👉বিঃদ্রঃ অনেক কষ্ট করে সময় নিয়ে পোষ্টটি লিখেছি ভাই।তাই, নিজের নামে চালিয়ে দেয়ার আগে একবার হলেও ভেবে দেখবেন। কপি পেষ্ট বা অন্য কোনো গ্রুপে শেয়ার না করাই ভালো,আর করতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে।
ধন্যবাদ।।
Rajib Islam
Tianjin University,China
Chemical Engineering

All reactions:

211

56 comments

Like

Comment
Send

Related posts

Leave a Reply

Required fields are marked *