Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

#Affidavit_Of_Bank_Statement 

 #Affidavit_Of_Bank_Statement !!

#বিষয়ঃ-Affidavit(হলফনামা)🇨🇳
আসসালামু আলাইকুম।
আজ লেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে যা আমাদের মাথা ব্যাথার অন্যতম কারণ।।
তা হলো”Affidavit”বা স্বীকৃতিপএ। কারণ অনেকেই আছে যারা মধ্যবিও পরিবার থেকে উঠে আসা এবং তাদের পক্ষে ব্যাংকে ৩-৪-৫ লক্ষ টাকা রেখে Bank statement & Bank solvency নেওয়া বেশ কষ্টকর। যেহেতু এত বড় অংকের টাকা তাদের পরিবারের পক্ষে ব্যাংকে রাখা বা দেখানো সম্ভব নয় তাই তারা বড় ভাই, আপন বোন ,মামা, চাচা, দাদা, ফুফুর বা নিকটস্থ আত্মীয় স্বজনের ব্যাংক একাউন্ট চাইনিজ Embassy এর অনলাইন ভিসা আবেদনের সময় দেখিয়ে থাকেন।।
তবে আপন ভাই,আপন বোন,আত্মীয় স্বজনের ব্যাংক Statement অনলাইন ভিসা আবেদনের সময় দেখানোর আগে অবশ্যই তা Affidavit করে নিতে হবে এবং Relationship এর একটি লেটার
ও সাবমিট করতে হবে।। নতুবা চাইনিজ এ্যাম্বাসীতে তা গ্রহণযোগ্য হবে না,আর আপনার ভিসা ও পাওয়া হবে না! 😭😭
#প্রশ্নঃ-Affidavit কী???
উত্তরঃ-এফিডেভিট বা হলফনামা হচ্ছে, কোনো বিষয়ে সত্যতাসহ এর সমর্থনে ঘোষণা দেওয়া পএ।
যথাযথ নিয়ম-কানুন মেনেই সম্পাদন করতে হয় এই হলফনামা। হলফনামা 100+100 দুই পেজে দুইশত টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে (ক্ষেত্র বিশেষে এরও বেশী পৃষ্ঠা) লিখে, যে কোন ম্যাজিষ্ট্রেট (১ম/২য়/৩য় শ্রেণীর) অথবা নোটারী পাবলিকের কার্যালয়ে উকিল দ্বারা সম্পাদন করতে হবে। ম্যাক্সিমাম মানুষ নোটারী পাবলিকের উকিল দিয়েই Affidavit করে থাকে এবং এটাই সবচেয়ে সহজ উপায়।।
চীনের জন্য অবশ্যই ইংলিশে Affidavit করতে হবে। কেননা চাইনিজরা তো আর বাংলা বোঝেনা!!🤭🇨🇳
👉এফিডেভিট বা হলফনামায়,হলফনামাকারীর পূর্ণ নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম, জাতীয়তা, বয়স, পেশা ও ধর্ম উল্লেখ করতে হবে। সঙ্গে দিতে হবে ২ কপি ছবি,জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের NID নম্বর। হলফকারী ব্যক্তি কী বিষয়ে, কী কারণে ও কেন হলফ করছেন তাঁর পূর্ণাঙ্গ বিবরণ ও দিতে হবে। এ কাজ গুলো উকিল সাহেব করে দিবে, আপনাকে শুধু প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তথ্য দিতে হবে।। Affidavit অবশ্যই ইংলিশে করতে হবে।
কী কী ডকুমেন্টস কে Lawyer (উকিল) কে দিতে হবে???
উওরঃ
১. যে আপনার হলফনামাকারী হবে তাকে উকিলের সামনে হাজির করতে হবে।(পরিচিত উকিল হলে হাজির হওয়ার দরকারও পরে না)
২. সেই সাথে উক্ত ব্যাক্তির ভোটার আইডি কার্ড,জন্ম নিবন্ধন, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, ২ টি একশত টাকার স্ট্যাম্প পেপার দিতে হবে।।
৩. স্টুডেন্টকেও হাজির হতে হবে,তার পাসপোর্ট অথবা NID কার্ড, জন্ম নিবন্ধন, ২ কপি পাসপোর্ট সাইজ ফটো ও ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যেতে হবে।।
৪. আর ৫০০-১০০০ টাকা উকিল বাবুর হাদিয়া!
#প্রশ্নঃ-কার কার ব্যাংক একাউন্ট চাইনিজ এ্যাম্বাসীতে দেখালে Affidavit করতে হয় না??
উওরঃ আপনার নিজের, আপন বাবার, আপন মায়ের এ্যাকাউন্ট থেকে Bank statement & Solvency পেপার্স দেখালে এ্যাফিডেভিট করতে হবে না। এর বাহিরে অন্য যে কারো এ্যাকাউন্ট দেখালে এ্যাফিডেভিট অবশ্যই করতে হবে নতুবা ভিসা পাবেন না। আপন ভাই,আপন বোনের কিংবা আত্মীয় স্বজনের ব্যাংক এ্যাকাউন্ট চাইনিজ এ্যাম্বাসীতে দেখালে (ব্যাংক স্টেইটম্যান্ট) অবশ্যই উকিল দ্বারা এ্যাফিডেভিট করতে হবে। পাশাপাশি Letter Of Relationship এর একটি সার্টিফিকেট সাবমিট করতে হবে + উক্ত নমিনি/ স্পন্সরের NID কার্ড ও সাবমিট করতে হবে।।
এই তিনিটি জিনিস মাস্ট লাগবে। অন্যথায় আপনাকে চাইনিজ ভিসা ও দিবে না! 🤔🤔
#প্রশ্নঃ-Affidavit কেন করতে হবে???
উওরঃ যেহেতু আপনার নিজের, আপন বাবা, আপন মায়ের এ্যাকাউন্টের টাকা এ্যাম্বাসীতে দেখাতে পারছেন না। তাই আপনাকে বাধ্য হয়েই অপরের এ্যাকাউন্ট দেখাতে হচ্ছে। এর মানে হলো যেই ব্যাক্তিটির এ্যাকাউন্ট আপনি দেখাচ্ছেন সেই ব্যাক্তিটি আপনার স্পন্সর হলো অর্থ্যা আপনার সব কিছুর ব্যায়ভার বহন করার স্বীকৃতি সে এই হলফনামায় লেখিতো ভাবে অংগীকার করলো।আর এইজন্যই চাইনিজ এ্যাম্বাসী আপনার থেকে এ্যাফিডেভিট পেপার দেখতে চাইবে?
#প্রশ্নঃ এ্যাফিডেভিট কোথায় & কার কাছ থেকে করে নিতে হয়??
উওরঃ
যে কোন ম্যাজিষ্ট্রেট (১ম/২য়/৩য় শ্রেণীর) অথবা নোটারী পাবলিকের কার্যালয়ে উকিল দ্বারা Affidavit সম্পাদন করতে হবে। ম্যাক্সিমাম মানুষ নোটারী পাবলিকের উকিল দিয়েই Affidavit করে থাকে এবং এটাই সবচেয়ে সহজ উপায়।।
জর্জ কোর্টে বা হাইকোর্টে গেলে অনেক নোটারী পাবলিক উকিল পাবেন যাদের থেকে আপনি ব্যাংক স্টেইটম্যান্ট এ্যাফিডেভিট করে নিতে পারবেন। তারা সব কিছু জানে এবং এসব কাজ প্রতিনিয়ত করে থাকে। ওনাদের কাছে Format ও আছে। না থাকলে আপনার দেওয়া পিকচার গুলো দেখায়েন 😁😁
#প্রশ্নঃ রিলেশনশিপ লেটার কোথায় পাবো?
উওরঃ
ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ড কাউন্সিল অফিস থেকে এটা পেয়ে যাবেন। বাবা, মা বাদে যে ব্যক্তি আপনার নমিনি বা স্পন্সর হচ্ছে সে আসলে আপনার কে হয়??
বা তার সাথে আপনার সম্পর্ক কী —- সে বিষয়ে সত্যতা প্রমাণ স্বরূপ আপনাকে একটি রিলেশনশিপের লেটার ভিসা আবেদনের সময় অনলাইনে সাবমিট করতে হবে।। এই লেটার অবশ্যই ইংরেজিতে লাগবে।। ✍️✍️
(( পিকচার দিয়েছি, দেখে নিয়েন ))
#প্রশ্নঃ-রাজীব ভাই, এ্যাফিডেভিট করতে কেমন টাকা লাগে?
উওরঃ
এটার এক্সাক হিসাব দেওয়া বেশ টাফ । বিকজ উকিলরা যার থেকে যেমন পায় সেটাই তাদের লাভ! সো,কাজের আগে টাকার হিসাবটা মিটিয়ে নেওয়াটাই ভালো। তারপরেও আমি আমার কিছু স্টুডেন্টের সাথে কথা বলেছি তাদের ৫০০-৮০০/১০০০ টাকা লেগেছিল Affidavit করতে। আপনি এই রকমই একটা বাজেট রাখতে পারেন!! কাজ করে নেওয়ার আগে মিটমাট করে নিয়েন।।
——————————————————–
#প্রশ্ন: আমার বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাবো। কিন্তু আমার পাসপোর্টে / সার্টিফিকেটে বাবার নামের সাথে ব্যাংক স্টেটমেন্টে একটু Spelling প্রবলেম আছে। এক্ষেত্রে করণীয় কী??
উত্তর: অবশ্যই Affidavit করতে হবে। সেখানে উল্লেখ্য করতে হবে তিনি আমার বাবা। বাট আমার পাসপোর্ট / সার্টিফিকেটে বাবার নামের সাথে ব্যাংক স্টেটমেন্টে একটু Spelling গত সমস্যা আছে। এ বিষয়ে বিস্তারিত লেখে Affidavit করাতে হবে।।
√√√ পরিশেষে বলবো,, চেষ্টা করবেন নিজের, আপন বাবা / মা এর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভিসার আবেদন করতে।। তাহলে আর Affidavit করতে হবে না।। তবে Spelling সমস্যা থাকলে সেক্ষেত্রে Affidavit করতে হবে।।
বাবা / মায়ের স্টেটমেন্ট দেখানো সম্ভব না হলে ফাস্ট ব্লাডের কারো স্টেটমেন্ট দেখাবেন। যেমন: আপন ভাই,আপন বোন, আপন চাচা, আপন মামা, আপন ফুফু কিংবা নিকটস্থ আত্মীয় স্বজনের।।
এসব ব্যাংক এ্যাকাউন্ট চাইনিজ এ্যাম্বাসীতে দেখালে (ব্যাংক স্টেইটম্যান্ট) অবশ্যই উকিল দ্বারা এ্যাফিডেভিট করতে হবে। পাশাপাশি Letter Of Relationship এর একটি সার্টিফিকেট সাবমিট করতে হবে + উক্ত নমিনি/ স্পন্সরের NID কার্ড ও সাবমিট করতে হবে।।
#NB:-
JW202 পেলে আপনাকে অবশ্যই চাইনিজ Embassy তে Bank Statement & Solvency পেপার্স দেখাতে হবে। আর সেটা অন্য কারো এ্যাকাউন্ট থেকে দেখালে অবশ্যই Affidavit করতে হবে + রিলেশনশিপ লেটার ও সাবমিট করতে হবে। নইলে কপালে ভিসা নাই 🙄🙄
👍 তবে JW201 হোল্ডারদের ব্যাংক এস্টেটম্যান্ট & সলভেন্সি লাগে না আর এ্যাফিডেফিট করার তো কোনো প্রশ্নই ওঠে!
⛩️⛩️
Bank Statement & Solvency নিয়ে বিস্তারিত জানতে আমার একটি আগুন ঝরানো পোস্ট আছে সেটা অবশ্যই পড়বেন।।
—————————————————–
👉আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। পোষ্টটি কপি-পেষ্ট বা কার্টেসি দিয়ে অন্য কোনো গ্রুপে চালানো যাবে না।কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহণ করা হবে।।
Founder & CEO
Email: cshbd.cn@gmail.com
WhatsApp: +8801518702696

All reactions:

48


Related posts

Leave a Reply

Required fields are marked *