“চীনের সকল স্কলারশিপ এখানেই “
নিম্নে স্কলারশীপ সম্পর্কে ধারণা দেওয়া হলোঃ
1.Chinese Government Scholarship(CGS বা CSC Scholarship)
Bacelor এ CSC Scholarship এ চাইনিজ মিডিয়ামে পড়তে হয়,ফুল ফ্রী স্কলারশিপের সাথে ২৫০০ rmb monthly Stipend দেয়।এ স্কলারশীপ পাওয়ার জন্য HSK 3 অথবা HSK-4 সার্টিফিকেটের প্রয়োজন পরে।
মাস্টার্সে ফুল ফ্রীর সাথে ৩০০০rmb Monthly বৃওি দেয়।মাস্টার্সে চাইনিজ এবং ইংলিশ দুই মিডিয়ামেই পড়ার সুযোগ রয়েছে।যার যেটা ইচ্ছা সেই মিডিয়ামে আবেদন করতে পারবে!
PhD লেভেলে ফুল ফ্রী স্কলারশিপের সাথে 3500 Rmb Monthly স্টাইপেন্ড দেয়।
CSC Scholarship এ ব্যাচেলরে চাইনিজ মিডিয়ামে পড়তে হয় ৫ বসৎর মেয়াদে।১ বছর চাইনিজ ল্যান্গুয়েজ কোর্স করাবে যদি আপনার HSK-5 না থাকে। আর HSK-5 থাকলে ৪ বসৎর চাইনিজে সরাসরি মেজর কোর্সে পড়তে পারবেন।
Generally ৫ বৎসর কোর্স ব্যাচেলরে!
মাস্টার্সে ২-৩ বছরের কোর্স।
পিএইচডি ৪ বছরের কোর্স।
Generally ৫ বৎসর কোর্স ব্যাচেলরে!
মাস্টার্সে ২-৩ বছরের কোর্স।
পিএইচডি ৪ বছরের কোর্স।
👉ব্যাচেলর,মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে এই CSC স্কলারশীপে দুই ভাবে আবেদন করা যায়।
১)নাম্বার হলো Bangladesh Ministry এর মাধ্যমে এবং এই পদ্ধতিকে Type-A বলে।এ মাধ্যমে আপনি সর্বোচ্চ ২ টি ইউনিভার্সিটি চয়েজ লিষ্টে দিতে পারবেন। CSC স্কলারশীপ পাওয়ার জন্য HSK-3 অথবা HSK-4 সার্টিফিকেটের প্রয়োজন পরে।
১)নাম্বার হলো Bangladesh Ministry এর মাধ্যমে এবং এই পদ্ধতিকে Type-A বলে।এ মাধ্যমে আপনি সর্বোচ্চ ২ টি ইউনিভার্সিটি চয়েজ লিষ্টে দিতে পারবেন। CSC স্কলারশীপ পাওয়ার জন্য HSK-3 অথবা HSK-4 সার্টিফিকেটের প্রয়োজন পরে।
২) নাম্বার হলো সরাসরি চাইনিজ ইউনিভার্সিটির আন্ডারে,ইহাকে Type-B বলে।এ মাধ্যমে আপনি সর্বোচ্চ ৩টি ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন।CSC-B Type স্কলারশীপ পাওয়ার জন্য HSK-3 অথবা HSK-4 সার্টিফিকেটের প্রয়োজন পরে।
এই দুই ভাবেই CSC স্কলারশিপে আবেদন করতে পারবেন।তবে CSC তে ব্যাচেলরে পড়লে অবশ্যই চাইনিজ মিডিয়ামেই পড়তে হবে,ইংলিশ মিডিয়ামে পড়ার কোনো সুযোগ নেই।আর এই জন্যই HSK-3 অথবা HSK-4 Certificate এর প্রয়োজন পরে।
এই দুই ভাবেই CSC স্কলারশিপে আবেদন করতে পারবেন।তবে CSC তে ব্যাচেলরে পড়লে অবশ্যই চাইনিজ মিডিয়ামেই পড়তে হবে,ইংলিশ মিডিয়ামে পড়ার কোনো সুযোগ নেই।আর এই জন্যই HSK-3 অথবা HSK-4 Certificate এর প্রয়োজন পরে।
আবেদন শুরু হয়ঃ A Type এ মোটামুটি ডিসেম্বরে ৮ তারিখ হতে শুরু হয়ে থাকে। Type-B তে জানুয়ারী হতে ধীরে ধীরে আবেদন শুরু হয় এবং বেশিরভাগ আবেদন শেষ হয় মার্চের ১৫-৩১ তারিখের মাঝে । A Type এ চান্স পেলে ফ্রী Air Ticket দেওয়া হয় মিনিস্ট্রি থেকে ।আর B Type এ নিজের টাকায় টিকিট করে China আসতে হয়।
2)One Belt One Road Scholarship & Silk Road Scholarship,Chinese Universities Programme :
এই স্কলারশীপ গুলোকে আমরা CSC-B Category স্কলারশীপও বলতে পারি।কেননা,সুযোগ সুবিধা সব কিছু CSC- B Category এর সাথে হুবহু সেইম। ব্যাচেলর,মাস্টার্স এবং পিএইচডি প্রগ্রামে এ স্কলারশীপ গুলোতে আবেদন করা যায় এবং Facilities সব কিছু CSC-B Category এর অনুরূপ।
এই স্কলারশীপ গুলোকে আমরা CSC-B Category স্কলারশীপও বলতে পারি।কেননা,সুযোগ সুবিধা সব কিছু CSC- B Category এর সাথে হুবহু সেইম। ব্যাচেলর,মাস্টার্স এবং পিএইচডি প্রগ্রামে এ স্কলারশীপ গুলোতে আবেদন করা যায় এবং Facilities সব কিছু CSC-B Category এর অনুরূপ।
আবেদনঃ- One Belt One Road,Silk Road Scholarship,Chinese Universities Programme এর আবেদন মোটামুটি February থেকে শুরু হয় সেপ্টেম্বর ইনটেকের জন্য
👉ব্যাচেলরে এই Scholarship গুলোতে চাইনিজ মিডিয়ামে পড়তে হয়,ফুল ফ্রী স্কলারশিপের সাথে ২৫০০ rmb monthly Stipend দেয়।উপরোক্ত স্কলারশীপ পাওয়ার জন্য HSK-3 অথবা HSK-4 সার্টিফিকেটের প্রয়োজন পরে।
মাস্টার্সে ফুল ফ্রীর সাথে ৩০০০rmb Monthly বৃওি দেয়।মাস্টার্সে চাইনিজ এবং ইংলিশ দুই মিডিয়ামেই পড়ার সুযোগ রয়েছে।
PhD লেভেলে ফুল ফ্রী স্কলারশিপের সাথে ৩৫০০rmb Monthly স্টাইপেন্ড দেয়।
PhD লেভেলে ফুল ফ্রী স্কলারশিপের সাথে ৩৫০০rmb Monthly স্টাইপেন্ড দেয়।
3) Provincial Scholarship :
এই স্কলারশীপটি প্রতিটি প্রভিন্সের পক্ষ হতে ঐ Province এ থাকা বিশেষ বিশেষ University কে প্রদান করা হয়। তবে একেক ইউনিভার্সিটি একেক রকম ফ্যাসিলিটিস প্রদান করে থাকে এ স্কলারশীপের আন্ডারে।কোথাও ফুল ফ্রী স্কলারশিপ থাকতে পারে আবার কোথাও পার্শিয়াল স্কলারশীপ।কোথায় আবার মান্থলী স্টাইপেন্ড থাকতে পারে নাও পারে।
পড়াশোনা চাইনিজ ও হতে পারে আবার ইংলিশ মিডিয়ামেও হতে পারে।আর সব তথ্য জানতে পারবেন স্ব স্ব ইউনিভার্সিটির ওয়েবসাইটে। প্রভিন্সিয়াল স্কলারশিপে ব্যাচেলর কোর্সে কন্ডিশনের মাএা একটু বেশি হয়ে থাকে এবং ১ বছরের জন্য স্কলারশীপ দেওয়া হয়।2nd Year থেকে রেজাল্টের উপর ভিওি করে স্কলারশীপ দেওয়া হয়।তাই জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েই আসবেন
এই স্কলারশীপটি প্রতিটি প্রভিন্সের পক্ষ হতে ঐ Province এ থাকা বিশেষ বিশেষ University কে প্রদান করা হয়। তবে একেক ইউনিভার্সিটি একেক রকম ফ্যাসিলিটিস প্রদান করে থাকে এ স্কলারশীপের আন্ডারে।কোথাও ফুল ফ্রী স্কলারশিপ থাকতে পারে আবার কোথাও পার্শিয়াল স্কলারশীপ।কোথায় আবার মান্থলী স্টাইপেন্ড থাকতে পারে নাও পারে।
পড়াশোনা চাইনিজ ও হতে পারে আবার ইংলিশ মিডিয়ামেও হতে পারে।আর সব তথ্য জানতে পারবেন স্ব স্ব ইউনিভার্সিটির ওয়েবসাইটে। প্রভিন্সিয়াল স্কলারশিপে ব্যাচেলর কোর্সে কন্ডিশনের মাএা একটু বেশি হয়ে থাকে এবং ১ বছরের জন্য স্কলারশীপ দেওয়া হয়।2nd Year থেকে রেজাল্টের উপর ভিওি করে স্কলারশীপ দেওয়া হয়।তাই জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েই আসবেন
আবেদন: শুরু হয় মার্চ,এপ্রিল,মে,জুন,জুলাই মাসের দিকে ।
4)President Scholarship:
এটা চায়নার আরেকরি প্রেজটিজিয়াস স্কলারশিপ। চায়নার খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে এ স্কলারশীপ বিদ্যমান আছে।এ স্কলারশীপের ফ্যাসিলিটিস মোটামুটি CSC Scholarship এর মতোই,Maximum ক্ষেত্রে ব্যাচেলর কোর্সে চাইনিজ মিডিয়ামে পড়তে হয়। ফুল ফ্রী স্কলারশিপের সাথে বিভিন্ন অংকের বৃওি থাকতে পারে
আর মাস্টার্স & Phd লেভেলে এ স্কলারশীপ একটু বেশি থাকে ব্যাচেলরের চেয়ে।
President Scholarship এ মাস্টার্স এবং পিএইচডি তে চাইনিজ এবং ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ আছে।স্টাইপেন্ড মাস্টার্সে ৩০০০ rmb 10 মাস করে বছরে এবং PhD তে ৩৫০০ rmb ১০ মাস করে বছরে।
আবেদনঃ ফেব্রুয়ারী,মার্চ,এপ্রিল,মে,জুন মাস পর্যন্ত এ স্কলারশীপে আবেদন করা যায়।
5)Local Government Scholarship
এটা কম টাকার বৃওির স্কলারশিপ নামে পরিচিত।এই স্কলারশিপটি ঐ ইউনিভার্সিটির স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হয়।তবে সাধারণত খুব বেশি স্টুডেন্ট নেওয়া হয় না এ স্কলারশীপে। রেজাল্ট মোটামুটি ভালো থাকলে + IELTS/HSK করা থাকলে এতে অতিরিক্ত বেনিফিট আছে।
এটা কম টাকার বৃওির স্কলারশিপ নামে পরিচিত।এই স্কলারশিপটি ঐ ইউনিভার্সিটির স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হয়।তবে সাধারণত খুব বেশি স্টুডেন্ট নেওয়া হয় না এ স্কলারশীপে। রেজাল্ট মোটামুটি ভালো থাকলে + IELTS/HSK করা থাকলে এতে অতিরিক্ত বেনিফিট আছে।
আবেদনঃ সাধারণ শুরু মার্চ-এপ্রিল-মে মাসের দিকে।
6)CAS-TAWS স্কলারশীপ
অতি উচ্চ টাকার স্কলারশিপ এটা (Chinese Academy of Sciences-CAS এবং The World Academy of Sciences-TWAS
ইহা পিএইচডি স্টুডেন্টদের জন্যে এবং চায়নার সবচেয়ে দামী স্কলারশিপ নামে পরিচিত ।
The World Academy of Sciences (TWAS) এবং CAS মিলিয়ে সারা দুনিয়ার সর্বোচ্চ 200 জন students কে এই prestiges Scholarship অফার করে প্রতি বছর।
ফুল ফ্রী স্কলারশিপের সাথে স্টাইপেন্ড দেয় মাসিক ৮ হাজার rmb।এরসাথে প্রতি বছর দুইবার বিভিন্ন দেশে ফ্রী Travelling এর ব্যবস্থা করে, এয়ার টিকিট সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে ,ভালো একাডেমীক রেজাল্ট,রিচার্চ পেপার্স,থিসিস পেপার,IELTS/Toefl/GRE ইত্যাদি লাগে
The World Academy of Sciences (TWAS) এবং CAS মিলিয়ে সারা দুনিয়ার সর্বোচ্চ 200 জন students কে এই prestiges Scholarship অফার করে প্রতি বছর।
ফুল ফ্রী স্কলারশিপের সাথে স্টাইপেন্ড দেয় মাসিক ৮ হাজার rmb।এরসাথে প্রতি বছর দুইবার বিভিন্ন দেশে ফ্রী Travelling এর ব্যবস্থা করে, এয়ার টিকিট সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে ,ভালো একাডেমীক রেজাল্ট,রিচার্চ পেপার্স,থিসিস পেপার,IELTS/Toefl/GRE ইত্যাদি লাগে
আবেদনঃ প্রতি বছর এ্যাপ্লিকেশন শুরু নভেম্বর থেকে আর শেষ হয় মার্চ মাসে 31 তারিখ।
7)University Scholarship
এই স্কলারশীপ স্ব স্ব ইউনিভার্সিটির পক্ষ হতে দেয়া হয় এবং যাবতীয় সুযোগ সুবিধা ঐ ইউনিভার্সিটির পক্ষ হতে প্রদান করা হয়।এর মাঝে আবার নির্দিষ্ট ডিপার্টমেন্টের স্কলারশিপ ও থাকে।তবে প্রত্যেক University স্কলারশীপের জন্য ইউনিভার্সিটি থেকে বেঁধে দেয়া ক্রাইটেরিয়া ও কন্ডিশন থাকে আলাদা আলাদা।যা ঐ স্টুডেন্টকে মেনে চলতে হয়!
এই স্কলারশীপ স্ব স্ব ইউনিভার্সিটির পক্ষ হতে দেয়া হয় এবং যাবতীয় সুযোগ সুবিধা ঐ ইউনিভার্সিটির পক্ষ হতে প্রদান করা হয়।এর মাঝে আবার নির্দিষ্ট ডিপার্টমেন্টের স্কলারশিপ ও থাকে।তবে প্রত্যেক University স্কলারশীপের জন্য ইউনিভার্সিটি থেকে বেঁধে দেয়া ক্রাইটেরিয়া ও কন্ডিশন থাকে আলাদা আলাদা।যা ঐ স্টুডেন্টকে মেনে চলতে হয়!
বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ বিভিন্ন সময়ে দিয়ে থাকে,তবে সাধারণত ফেব্রুয়ারী- মার্চ-এপ্রিল-মে মাসে বেশিরভাগ ইউনিভার্সিটির আবেদন শুরু হয় সেপ্টেম্বর সেশনের জন্যে।আর University স্কলারশীপটি ফুল ফ্রী+স্টাইপেন্ড,শুধু ফুল ফ্রী এবং পার্শিয়াল এই তিন ধরণেরই স্কলারশিপ প্রদান করে থাকে,ইংলিশ এবং চাইনিজ দুই মিডিয়ামেই পড়ার সুযোগ আছে।
কিছু কিছু ইউনিভার্সিটিতে ফুল ফ্রী স্কলারশিপের সাথে বিভিন্ন অংকের মাসিক বৃওির ব্যবস্থা দেওয়া হয়ে থাকে।তবে ব্যাচেলর কোর্সে ইংলিশ মিডিয়ামে ফুল ফ্রী স্কলারশিপ +মাসিক স্টাইপেন্ড চাইলে অবশ্যই IELTS 5.5-6 ব্যান্ড স্কোর থাকতে হবে।
কিছু কিছু ইউনিভার্সিটিতে ফুল ফ্রী স্কলারশিপের সাথে বিভিন্ন অংকের মাসিক বৃওির ব্যবস্থা দেওয়া হয়ে থাকে।তবে ব্যাচেলর কোর্সে ইংলিশ মিডিয়ামে ফুল ফ্রী স্কলারশিপ +মাসিক স্টাইপেন্ড চাইলে অবশ্যই IELTS 5.5-6 ব্যান্ড স্কোর থাকতে হবে।
আবেদনঃ ফেব্রুয়ারী,মার্চ,এপ্রিল,মে,জুন,জুলাইয়ে মধ্যে ভাগ পর্যন্ত ভালো ভালো ইউনিভার্সিটিতে আবেদন করা যায় সেপ্টেম্বর ইনটেকের জন্য।
8)MOFCOM SCHOLARSHIP এই স্কলারশীপটি শুধু Master’s এবং PhD পড়ুয়া স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে এবং এর সুযোগ সুবিধা বাংলাদেশের চাইনিজ এ্যাম্বাসীর The Economics & Commercial Counselor’s Office(ECCO) শাখা থেকে প্রদান করা হয় ।২৬ টি ইউনিভার্সিটি এ স্কলারশীপ দিয়ে থাকে Type C ক্যাটেগরীতে,তবে আবেদন করতে Type C বসাতে হয় CSC Application Portal এ,আর যাবতীয় কাজ (ECCO) এর মাধ্যমে করতে হয় ।
প্রতি বছর বাংলাদেশ থাকে ৩০-৩২ জনের মতো সরকারী কর্মকর্তাদের নেওয়া হয় MOFCOM স্কলারশীপে।শুধু সরকারী চাকুরিজীবিরা এ স্কলারশীপে মাস্টার্স ও পিএইচডি প্রগ্রামে আবেদন করতে পারে।
প্রতি বছর বাংলাদেশ থাকে ৩০-৩২ জনের মতো সরকারী কর্মকর্তাদের নেওয়া হয় MOFCOM স্কলারশীপে।শুধু সরকারী চাকুরিজীবিরা এ স্কলারশীপে মাস্টার্স ও পিএইচডি প্রগ্রামে আবেদন করতে পারে।
মাস্টার্সে ফুল ফ্রী স্কলারশিপ + ৩০০০rmb monthly stipend,PhD তে ফুল ফ্রী স্কলারশিপের সাথে ৩৫০০ rmb monthly Stipend সাথে যাওয়ার সময় এয়ার টিকিট ফ্রী।
আবেদনঃ ৩০ এপ্রিল,প্রতি বছর।অনলাইনে আবেদন করে হার্ড কপি ডকুমেন্টস বাংলাদেশের চাইনিজ এ্যাম্বাসীতে জমা দিতে হবে ৩০ এপ্রিলের পূর্বে,তারা আপনার Interview নিবে।
ধন্যবাদ
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Quick Cook!
Tasty & Easy To Make Desserts With Blueberries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...
The Single Most Important Thing You Need To Know About Success
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...