Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

September Intake in China- 2024 

September Intake in China– 2024

সেপ্টেম্ববর সেশনঃ সেপ্টেম্বর ইনটেক/সেশন হলো চায়নার সবচেয়ে বড় ইনটেক, এই ইনটেকে চায়নার প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি (ফরেইন/ বিদেশি) স্টুডেন্টদের কে ভর্তি করিয়ে থাকে।। নামিদামি ইউনিভার্সিটি, স্কলারশীপ ও মাসিক বৃত্তি সবই পাওয়া যায় এই বিখ্যাত সেপ্টেম্বর সেশনে।।
আবেদন শুরুঃ এই সেপ্টেম্বর সেশনের আবেদন সাধারণত শুরু হয় প্রত্যেক বছরের নভেম্বর/ডিসেম্বর মাস থেকে। তবে জানুয়ারী-ফেব্রুয়ারী- মার্চ-এপ্রিল এই 4 মাস কে বলা হয় চীনে আবেদনের গোল্ডেন টাইম ।।
এই সময়ের মধ্যে চীনের Maximum সংখ্যক ইউনিভার্সিটির Application প্রসিডিউর ওপেন করে।
আবেদনের মুখ্যম সময় হচ্ছে” জানুয়ারী,ফেব্রুয়ারী, মার্চ-এপ্রিল- এই চার মাসে” আর আবেদন শেষ হতে থাকবে May 31 থেকে জুলায়ের 30 তারিখের দিকে।
নোটঃ এই সময়ের ভিতর ( May 31 থেকে জুলাই 30 তারিখের মাঝে) একেক ইউনিভার্সিটির ডেডলাইন একেক সময়ে শেষ হবে, যা নিজ দায়িত্বে মাথায় রেখে সে অনুযায়ী কাজ করবেন।
★ যাইহোক, এই সেপ্টেম্বর ইনটেকে ইংলিশ ও চাইনিজ মিডিয়ামে টপ থেকে মেডিয়াম Ranking এর ইউনিভার্সিটি,ভালো ফ্যাসিলিটিস, নামীদামি স্কলারশিপ, Monthly স্টাইপেন্ড সবই পাওয়া যায়।।
চায়নার নামী-দামি যত স্কলারশিপ আছে সবগুলোই এই সেপ্টেম্বর ইনটেকে পাওয়া যায়,এ জন্য শুধু দরকার ভালো একাডেমিক রেজাল্ট এবং ক্ষেত্র বিশেষে IELTS / Duolingo / HSK সার্টিফিকেটের।। আর সেপ্টেম্বর ইনটেকে ইউনিভার্সিটি গুলোর Ranking ও অনেক ভালমানের থাকে,ঝামেলাবিহীন থাকে,টপ থেকে মেডিয়াম কোয়ালিটির সবই পাবেন এই সেপ্টেম্বর সেশনে।। এই সেপ্টেম্বর সেশনে চীনের সব ধরণের স্কলারশিপ Available থাকে।
সেপ্টেম্বর সেশনের স্কলারশীপঃ
সেপ্টেম্বর সেশনে- চীনে মোট 4 টাইপের স্কলারশিপ পাওয়া যায়।
(ক) পড়া ফ্রী + থাকা ফ্রী + মাসিক বৃওি
(খ) পড়া ফ্রী + থাকা ফ্রী = ফুল ফ্রী
(গ) পড়া ফ্রী + থাকা নিজের টাকায়
(ঘ) পড়া হাফ ফ্রী + থাকা নিজের টাকায়
পড়াশোনার মাধ্যমঃ
এই সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে ব্যাচেলর/ বিএসসি এবং মাস্টার্স প্রোগ্রামে ইংলিশ এবং চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ আছে। এ সেশনে প্রধান প্রধান স্কলারশীপ গুলো হলো, Chinese Government Scholarship(CGS/CSC-Type A & B),President Scholarship,One Belt One Road Scholarship,Local Government Scholarship,Silk Road Scholarship, Provincial Scholarship,Shanghai Government Scholarship, CAS-TAWAS Scholarship, University’s General Scholarship ইত্যাদি।
এই সেপ্টেম্বর সেশনে/ ইনটেকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এসে সরাসরি তাদের মেজরের উপর ইংলিশ মিডিয়ামে ক্লাশ শুরু করতে পারে।

Related posts

Leave a Reply

Required fields are marked *