September Intake in China– 2024
সেপ্টেম্ববর সেশনঃ সেপ্টেম্বর ইনটেক/সেশন হলো চায়নার সবচেয়ে বড় ইনটেক, এই ইনটেকে চায়নার প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি (ফরেইন/ বিদেশি) স্টুডেন্টদের কে ভর্তি করিয়ে থাকে।। নামিদামি ইউনিভার্সিটি, স্কলারশীপ ও মাসিক বৃত্তি সবই পাওয়া যায় এই বিখ্যাত সেপ্টেম্বর সেশনে।।
আবেদন শুরুঃ এই সেপ্টেম্বর সেশনের আবেদন সাধারণত শুরু হয় প্রত্যেক বছরের নভেম্বর/ডিসেম্বর মাস থেকে। তবে জানুয়ারী-ফেব্রুয়ারী- মার্চ-এপ্রিল এই 4 মাস কে বলা হয় চীনে আবেদনের গোল্ডেন টাইম ।।
এই সময়ের মধ্যে চীনের Maximum সংখ্যক ইউনিভার্সিটির Application প্রসিডিউর ওপেন করে।
আবেদনের মুখ্যম সময় হচ্ছে” জানুয়ারী,ফেব্রুয়ারী, মার্চ-এপ্রিল- এই চার মাসে” আর আবেদন শেষ হতে থাকবে May 31 থেকে জুলায়ের 30 তারিখের দিকে।
নোটঃ এই সময়ের ভিতর ( May 31 থেকে জুলাই 30 তারিখের মাঝে) একেক ইউনিভার্সিটির ডেডলাইন একেক সময়ে শেষ হবে, যা নিজ দায়িত্বে মাথায় রেখে সে অনুযায়ী কাজ করবেন।
★ যাইহোক, এই সেপ্টেম্বর ইনটেকে ইংলিশ ও চাইনিজ মিডিয়ামে টপ থেকে মেডিয়াম Ranking এর ইউনিভার্সিটি,ভালো ফ্যাসিলিটিস, নামীদামি স্কলারশিপ, Monthly স্টাইপেন্ড সবই পাওয়া যায়।।
চায়নার নামী-দামি যত স্কলারশিপ আছে সবগুলোই এই সেপ্টেম্বর ইনটেকে পাওয়া যায়,এ জন্য শুধু দরকার ভালো একাডেমিক রেজাল্ট এবং ক্ষেত্র বিশেষে IELTS / Duolingo / HSK সার্টিফিকেটের।। আর সেপ্টেম্বর ইনটেকে ইউনিভার্সিটি গুলোর Ranking ও অনেক ভালমানের থাকে,ঝামেলাবিহীন থাকে,টপ থেকে মেডিয়াম কোয়ালিটির সবই পাবেন এই সেপ্টেম্বর সেশনে।। এই সেপ্টেম্বর সেশনে চীনের সব ধরণের স্কলারশিপ Available থাকে।
সেপ্টেম্বর সেশনের স্কলারশীপঃ
সেপ্টেম্বর সেশনে- চীনে মোট 4 টাইপের স্কলারশিপ পাওয়া যায়।
(ক) পড়া ফ্রী + থাকা ফ্রী + মাসিক বৃওি
(খ) পড়া ফ্রী + থাকা ফ্রী = ফুল ফ্রী
(গ) পড়া ফ্রী + থাকা নিজের টাকায়
(ঘ) পড়া হাফ ফ্রী + থাকা নিজের টাকায়
পড়াশোনার মাধ্যমঃ
এই সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে ব্যাচেলর/ বিএসসি এবং মাস্টার্স প্রোগ্রামে ইংলিশ এবং চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ আছে। এ সেশনে প্রধান প্রধান স্কলারশীপ গুলো হলো, Chinese Government Scholarship(CGS/CSC-Type A & B),President Scholarship,One Belt One Road Scholarship,Local Government Scholarship,Silk Road Scholarship, Provincial Scholarship,Shanghai Government Scholarship, CAS-TAWAS Scholarship, University’s General Scholarship ইত্যাদি।
এই সেপ্টেম্বর সেশনে/ ইনটেকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এসে সরাসরি তাদের মেজরের উপর ইংলিশ মিডিয়ামে ক্লাশ শুরু করতে পারে।
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Quick Cook!
Tasty & Easy To Make Desserts With Blueberries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...
The Single Most Important Thing You Need To Know About Success
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...