Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

মার্চ ইনটেক 

মার্চ ইনটেক

Bachelor_Master’s 🇨🇳
মার্চ ইনটেক নিয়ে বিস্তারিত কথাঃ
এই ইনটেক টি চায়নার ছোট ইনটেক নামে পরিচিত। মার্চ ইনটেক কে আমরা চাইনিজ ভাষা শেখার ইনটেক ও বলতে পারি। মার্চ ইনটেকের Application সাধারণত শুরু হয় অক্টোবর মাস থেকে আর শেষ হয় জানুয়ারী- ফেব্রুয়ারীর দিকে।।
★ মার্চ ইনটেকে চায়নার খুব কম সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা স্টুডেন্ট নিয়ে থাকে এবং মোটামুটি কন্ডিশন থাকে।। হাতেগোনা ৮-১২ টা ইউনিভার্সিটি এই মার্চ সেশনে স্টুডেন্ট নিয়ে থাকে।

সুযোগ সুবিধাঃ– মার্চ ইনটেকের ইউনিভার্সিটি গুলো সাধারণত মিডল বা লোয়ার Ranking এর হয়ে থাকে! ফ্যাসিলিটিস ও স্কলারশিপ অনেক কম থাকে সেপ্টেম্বরের তুলনায়, এই ইনটেকে ফুল ফ্রী স্কলারশীপ খুবই সীমিত থাকে !!
মাত্র (২-৩)টি ইউনিভার্সিটিতে ফুল ফ্রী স্কলারশিপ পাওয়া গেলেও,মার্চ মাস থেকে সেগুলোতে ৫-৬ মাসের চাইনিজ ল্যান্গুয়েজ কোর্স করতে হয় এবং সেপ্টেম্বর মাস আসলে সেসব ইউনিভার্সিটি তে ইংলিশ মিডিয়ামে মেজর সাবজেক্টের ক্লাস শুরু হয় ।।
সো, যেহেতু ব্যাচেলর / বিএসসি প্রোগ্রামে ফুল ফ্রী স্কলারশিপ মার্চ ইনটেকে হাতেগোনা ২-৩টি , তাই পার্শিয়াল / আংশিক স্কলারশিপেই ম্যাক্সিমাম
স্টুডেন্টরা পড়তে আসে বেশি।।
প্রশ্ন: মার্চ সেশনে ডিরেক্ট মেজর ক্লাস শুরু হয় এমন ইউনিভার্সিটি কী নেই??
উত্তর: Yes, আছে। তবে সেটা খুব খুব কম। মাত্র ১-২ টা ভার্সিটি । সেগুলো আবার পার্শিয়াল/ আর্শিক স্কলারশিপে হয়ে থাকে। Ranking একটু দূরে হয়ে থাকে।।
★ আর মাস্টার্সের স্টুডেন্টরা মার্চ ইনটেকে ডিরেক্ট ইংলিশ মিডিয়ামে ক্লাস শুরু করতে পারে। ফুল ফ্রী স্কলারশীপের সাথে ১০০০-১৫০০-১৭০০ বা ২০০০ Rmb মাসিক বৃওি পেয়ে থাকে মার্চ সেশনে।
——————————————————————-
মার্চ সেশন নিয়ে গুরুত্বপূর্ণ কথা:
মার্চ ইনটেকে ব্যাচেলর/বিএসসি স্টুডেন্ট চীনে আসলে Maximum Chinese Universities তাদের স্টুডেন্টদেরকে ৫-৬ মাসের চাইনিজ Language Course করায়।।মার্চ সেশনের ২-১ টি ভার্সিটি চাইনিজ ভাষা শেখানোর জন্য কোনো টাকা পয়সা নেয় না। অর্থ্যা ফ্রী তেই ৫-৬ মাসের চাইনিজ ভাষা শেখায়।।
মার্চ ইনটেকের Application সাধারণত শুরু হয় অক্টোবর মাস থেকে আর শেষ হয় জানুয়ারী-ফেব্রুয়ারীর দিকে। ক্লাস শুরু হয় মার্চ মাস থেকে
WhatsApp: +8615623630133

Related posts

Leave a Reply

Required fields are marked *