আলহামদুলিল্লাহ, আমাদের গ্রুপের প্রধান উদ্দেশ্য হলো চীনের উচ্চশিক্ষা সম্পর্কিত সঠিক তথ্য এবং গাইডলাইন্স দেওয়া বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের সার্বিকভাবে সাহায্য করা। আমাদের এই গ্রুপ থেকে প্রতি বছর হাজার হাজার ছাত্র-ছাত্রী সঠিক তথ্য জেনে ও বুঝে চীনে পড়তে আসতে পারছে। গ্রুপটিতে বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া এবং খুটিনাটি সম্পর্কে অনেক আলোচনা ও পর্যালোচনা করা হয়ে থাকে। “CSC” গ্রুপ হলো বর্তমানে চীনের উচ্চশিক্ষায় জন্য সেরা একটি প্ল্যাটফর্ম। প্রায় ৯৯% তথ্য আপনি এখানেই পাবেন।
# নিয়মাবলি
# প্রশ্ন গ্রুপেই, আমরা যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। এখানে কোনো প্রকার ধান্দাবাজি,প্রতারণা,লোভ দেখানো, ইনবক্সে নক দিয়ে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা,দালালী করা অথবা আপত্তিকর ভাষা ব্যবহার করা, স্পাম করা সম্পূর্ন নিষিদ্ধ।কেউ গ্রুপের নিয়মাবলী ভংঙ্গ করলে তাকে কোন প্রকার সতর্কতা ছাড়াই গ্রুপ থেকে ব্যান করা হবে।🔇
# আপনাদের পোস্ট গুলো অবশ্যই চায়নার উচ্চশিক্ষা রিলেটেড ও প্রাসঙ্গিক হতে হবে।এডমিন প্যানেল চাইলে পোষ্টটি এপ্রোভ করতেও পারে আবার নাও পারে। এটা নিয়ে কোনো রকম বাজে মনোভাব পোষণ করা যাবে না।।
# গ্রুপে কোনো প্রকার Advertising করা যাবে না। করলে নিশ্চিত ব্যান !
# গ্রুপের কোনো পোস্টে বা কমেন্টে Inbox me বলা যাবে না। এমন লেখা দেখার সাথে সাথে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।।
# দেশ, জাতি বা ধর্ম নিয়ে উগ্রতা, উস্কানিমূলক কথা, আলোচনা ও অপর দেশ বা ধর্মকে অপমান করা থেকে বিরত থাকুন।গ্রুপে সব ধর্ম ও বর্ণের মানুষই আছে সো রেস্পেক্ট দেম।
# কোনো গ্রুপের পোস্ট কপি না করাই ভালো, করলে অবশ্যই ক্রেডিট দিতে হবে।অন্যথায় এডমিন প্যানেল তাকে যথাযথ শাস্তি দিতে পারে তা মাথা পেতে নিতে হবে।।
# বাংলা এবং ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষায় পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন।
# গ্রুপে একই পোষ্ট বারবার করা যাবে না।এতে অন্য মেম্বাররা বিরক্ত অনুভব করে।একই পোষ্ট একাধিক বার এ্যাপ্রুভ করা হবে না।
# গ্রুপে নিজের ছবি ও মোবাইল নম্বর দিয়ে কোন প্রকার পোষ্ট বা কমেন্ট করা যাবে না।
# গ্রুপে কোন প্রকার খারাপ ছবি,,ভিডিও এবং কোন অশ্লীল ছবি বা ভিডিও লিংক পোষ্ট বা শেয়ার করা কঠোর ভাবে নিষিদ্ধ।
# গ্রুপে সবার সাথে শালীন ও ভদ্র ভাষায় কথা বলতে হবে এবং কাউকে গালিগালাজ বা তার সাথে এমন তর্কে লিপ্ত হওয়া যাবে না যেটা গ্রুপের পরিবেশ নষ্ট করে। যদি কেউ এমন টি করে তাহলে তাকে বিনা নোটিশে গ্রুপ থেকে ব্যান করা হবে।
# গ্রুপে কোন Member, Post বা কমেন্ট সম্পর্কে কারো কোন অভিযোগ থাকলে সরাসরি সেটি Admin কে inbox করে জানাবেন । অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে Admin তাকে গ্রুপ থেকে Banned করে দিবেন।
“৬৪ জেলা, আমরা একটি পরিবার – এবং চীনে একটি টুকরো বাংলাদেশ। অর্থাৎ, বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের জন্য CSC গ্রুপের সদস্য হওয়ার অধিকার রয়েছে, সঠিক মত প্রকাশের অধিকার রয়েছে। তাই আমরা সব শিক্ষার্থীদের অসভ্য আচরণ, বাধ্যতাবাদ, মিথ্যা পোস্ট, বা কমেন্ট গ্রহণ করা স্বাগতপ্রবৃত্তি হিসেবে গ্রহণ করতে চাই না। এই বিষয়টি বিবেচনা করে, আমাদের গ্রুপের কিছু নিয়ম ও বিধিনিষেধ আমরা সমস্তকে সঠিকভাবে মেনে চলতে বলতে মনে হয়। ধন্যবাদ
জাকারিয়া শাকিব
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী
চাইনা স্কলারশিপ কর্নার – CSC”
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!