Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

Payment_After_Visa 

 #Payment_After_Visa !

এরচেয়ে বড় Scam আর কী হতে পারে ?
আপনি হয়তো অবাক হচ্ছেন, এটা তো খুবই আনন্দের বিষয়। ভিসার পরে টাকা নিবে !
কিন্তু আমি বলছি এটা সবচেয়ে বড় Scam !
আপনি যেকোনো এজেন্সি তে গেলেন information নেওয়ার জন্য। তারা বলতেছে ভিসার আগে আপনাকে কোনো টাকা দিতে হবে না! আপনি তো মহাখুশি। খুশিতে গদগদ ! আপনি মনস্থির করলেন এই এজেন্সি দিয়েই কাজ করাবো।
Okey! Very Good… এখন এজেন্সি বলতেছে.. আপনার মেইন পাসপোর্ট / মূল সার্টিফিকেট এসব ডকুমেন্টস আমাদের অফিসে জমা দিয়ে যান!
আপনি আপনার অরিজিনাল পাসপোর্ট /মূল সার্টিফিকেট তাদের অফিসে জমা দিয়ে এলেন। এখন আপনি হলেন ঐ এজেন্সির বান্ধা স্টুডেন্ট। আপনি আর অন্যকোনো দেশের জন্য আবেদন করতে পারবেন না! এজেন্সি ভালো না —চেইঞ্জ করবেন সেটারও সুযোগ নেই!
আপনার মনে হচ্ছে, চীন ছাড়াও অনান্য দেশে আবেদন করবো — সেটার ও সুযোগ নেই!
★★★ এখন আপনাকে এজেন্সির কথায় উঠতে হবে, এজেন্সির কথায় বসতে হবে! এজেন্সি আপনাকে Low Ranking এর ভার্সিটিতে দিলে আপনাকে সেখানেই যাইতে হবে। আবার কঠিন কন্ডিশনের ভার্সিটিতে দিলে অনিচ্ছা সত্ত্বেও সেখানে যাইতে হবে!
কারণ, যেদিন আপনি তাদের অফিসে পাসপোর্ট জমা দিয়ে এসেছিলেন ঠিক সেদিনই ফাসির দড়ি বরণ করে নিয়েছেন !!
📌 তাদের #Terms & #Conditions পেপারে লেখা ছিলো ডকুমেন্টস দেওয়ার পরে না গেলে 50-80% সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে। এখন বোঝেন ঠ্যালা !
📌 যখন আপনি আবেদন করেছিলেন তখন আপনার পরিবারের অবস্থা ভালো ছিলো। ৫-৬ মাস পর যখন চান্স পেলেন তখন দেখতেছেন পরিবারের অবস্থা ভালো না! আপনার আসলে এমুহূর্তে চীনে পড়তে যাওয়ার অবস্থা নেই!
এজেন্সি কে আপনার সমস্যার কথা বললেন , তখন তারা বলবে —দেখো, তোমার কাজ আমরা করেছি এখন টাকা দেও– পাসপোর্ট নাও!
টাকা দাও অরিজিনাল সার্টিফিকেট নাও!
এটাকে Biggest Scam বলবেন না তো কী বলবেন??
————————————-
আমাদের China Scholarship Helpline – CSH সেই ২০১৮ সাল থেকে অসংখ্য স্টুডেন্টকে সার্ভিস দিয়ে আসছে। আজ আমাদের ঢাকা, চায়না, বগুড়া, কুষ্টিয়া তে অফিস রয়েছে। আমরা যদি একবার বলি– ভিসার পরে টাকা! অফিসে ফাইল রাখার জায়গা পাবো না!
কিন্তু এসব দুই নাম্বারি কারবার আমাদের দ্বারা হবে না। ফাইল নেওয়ার সময় কম টাকা চাওয়া এবং কাজের শেষে বেশি দাবী করা আমাদের পক্ষে সম্ভব না। স্টুডেন্টকে বাধ্য করা হয় বেশি দামে প্লেনের টিকিট আমার দ্বারাই কাটতে হবে — এসব CSH দ্বারা সম্ভব নয়। অনলাইনে ডলার চলে ১১০ টাকাতে সেটা ব্যাংকের হিসেবে ১৩৩ টাকা হিসেবে নেওয়া— CSH দ্বারা সম্ভব নয়।।
প্রতি বছর চান্স পাওয়ার পরও আমাদের ৫০-৬০ জন স্টুডেন্ট যায় না। আমরা কারো সাথে খারাপ ব্যবহার করিনা। কেনো আসবা না, আমার সময়ের কী দাম নাই? অন্য এজেন্সির মতো বলি না, এখন
৫০-৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দাও। অথচ অনান্য এজেন্সির নামে এমন বহু বাজে রেকর্ড রয়েছে !!
এমন শতশত প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। স্টুডেন্ট পড়তে আসবে কী আসবে না এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। তাই বলে তার পাসপোর্ট ও ডকুমেন্টস জিম্মি করে মোটা অংকের টাকা দাবী করা এটা আমি সমীচীন মনে করি না!
আপনাদের এটাই বলবো, কাজ আপনি যে এজেন্সির মাধ্যমেই করান —ভুলেও নিজের পাসপোর্ট / একাডেমিক ডকুমেন্টস জমা দিবেন না। পাসপোর্ট / একাডেমিক ডকুমেন্টস জমা নেওয়া ছাড়া যদি কাজ করে তবে করবেন নতুবা অন্য এজেন্সি দেখবেন।
√√ এজেন্সি গুলোর সবসময় টার্গেট হলো আপনার অরিজিনাল পাসপোর্ট / একাডেমিক সার্টিফিকেট। এসব তাদের কাছে থাকা মানে আপনি কট (Caught)! বড়শির কাটা আপনার মুখে!
📌 শেষ কথা বলে যাই, চাইনিজ ভিসার Ratio শতভাগ। ভিসা সবাই পায়, বলতে পারেন ১০০/১০০ || সো, খামাখা নিজের মূল্যবান পাসপোর্ট ও একাডেমিক ডকুমেন্টস এজেন্সির কাছে বন্ধক রেখে বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না || ধন্যবাদ

Related posts

Leave a Reply

Required fields are marked *