Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

ডিপ্লোমার পরে উচ্চশিক্ষার প্রস্তুতি (2023) 

 ডিপ্লোমার পরে উচ্চশিক্ষার প্রস্তুতি (2023)

‼️
#BSc in China 🇨🇳
☑️ তোমরা যারা ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছো/ দিয়েছো কিংবা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্যই আজকের এই স্পেশাল পোস্ট ।।
যারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে 2023 সেপ্টেম্বর সেশনে চীনে স্কলারশীপ নিয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (BSc) পড়তে আসতে চাও তাদেরকে CSH টিমের পক্ষ থেকে অগ্রীম অভিনন্দন ও মোবারকবাদ 🌷🇨🇳
☑️ এই পোস্টটি “ডিপ্লোমার পরে উচ্চশিক্ষার প্রস্তুতি” কমপক্ষে দুইবার মন দিয়ে পড়বা, তারপর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবা। আমরা CSH টিম চেষ্টা করবো সার্বিক সহযোগীতা করার 👇
✍✍ আমাকে কম করে হলেও এ পর্যন্ত ৪০-৫০ জন স্টুডেন্টস নক করে বলেছে, রাজীব ভাই আমি এবছর অমুক মাসে 7th Semester এক্সাম দিবো।। তমুক মাসে
রেজাল্ট পাবো, আমি কী ২০২৩ সেপ্টেম্বর ইনটেকে/সেশনে চায়নাতে BSc প্রোগ্রামে আবেদন করতে পারবো???
#উওরঃ হ্যাঁ, অবশ্যই পারবে।। কারন 2023 সেপ্টেম্বর সেশনের আবেদন আমরা শুরু করবো 2022 এর ১৬ ডিসেম্বর থেকে।। চীনের ভালোমানের ইউনিভার্সিটি গুলোতে আবেদন করা যাবে 31 মে 2023 পর্যন্ত। এরপরও কিছু ইউনিভার্সিটি থাকে যেগুলো তে জুলাই পর্যন্ত আবেদন চলে।।
☑️ আর চায়নাতে তোমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর ২০২৩ থেকে। তাহলে বোঝা যাচ্ছে, খুব সহজেই চীনের স্কলারশিপ প্রোগ্রামে তোমরা আবেদন করতে পারবে।।
————————————————————————————————————————————————————
#প্রশ্নঃ চীনে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে??
1. পাসপোর্ট
2. Picture (ছবি)
3. SSC/ Diploma সার্টিফিকেট স্ক্যান কপি।
4. SSC/ Diploma মার্কশীট স্ক্যান কপি।
✍️নোটঃ ডিপ্লোমা হোল্ডার হলে ১-৭ অথবা ১-৮ সেমিস্টারের মার্কশীট লাগবে চীনের স্কলারশিপে আবেদন করতে।। ডিপ্লোমা মেইন সার্টিফিকেট না থাকলে Course Completion Certificate দিয়ে আবেদন করা যাবে।।
5. বাবা মায়ের ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি।
6. Extra Curriculum Activities ((যদি থাকে))
7. Non Criminal Record
(১-৬) সবগুলো ডকুমেন্টস কম্পিউার স্ক্যানকৃত JPG সাইজের হবে***
🎁 ডকুমেন্স নিচের ঠিকানায় ইমেইল করুন।। ✍️✍️
Email: cshbd.cn@gmail.com
WhatsApp: +8801518702696
#প্রশ্নঃ মিনিমাম কত সিজিপিএ হলে চীনে আবেদন করা যাবে??
উওরঃ মিনিমাম ২.৮০ সিজিপিএ। তবে চীনের স্কলারশিপ & ভালোমানের ইউনিভার্সিটি নির্ভর করে Good একাডেমিক রেজাল্টের উপরই।। সুতরাং, ডিপ্লোমার রেজাল্ট যতভালো হবে –তোমার ভালো ইউনিভার্সিটি ও স্কলারশীপ পাওয়ার পসিবিলিটি ততবেশি হবে।।
তাই, এখন তোমাদের উচিত হবে ডিপ্লোমার 6th, 7th এবং 8th সেমিস্টারের রেজাল্টের উপর বেশি ফোকাস রাখা।। এবং চেষ্টা করা টোটাল CGPA যেন 3.20+ থাকে। এর বেশি হলে তো সোনায় সোহাগা 👍👍
——————————————————————-
#প্রশ্নঃ রাজীব ভাই, এবার স্পেশাল কিছু টিপস্ দেন??
💢স্টেপ- ১
তোমাদের প্রথম কাজ হলো 6th সেমিস্টারে থাকতেই নিজেকে প্রশ্ন করা ? তোমার কী করা উচিত সেটা গভীরভাবে উপলব্ধি করো! মনের বুঝ বোঝার মাধ্যমে সঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করা।।
তোমার সামনে দুইটি রাস্তা খোলা………
★ ডুয়েট প্রিপারেশন
★ চীনের জন্য প্রিপারেশন
6th সেমিস্টার তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিজের মনের সাথে বুঝ বুঝে নেমে পড়ো স্বপ্ন পূরণের মহড়ায়।।
ডিসিশন যেটাই আসুক না কেনো, আমি বলবো তুমি ইংলিশ টা ভালো করে শেখো৷ কারণ ডিপ্লোমা স্টুডেন্টদের ইংরেজি ভীতি প্রবল থাকে।।
তুমি স্পোকেন & রাইটিং কোর্সে 3 মাস মেয়াদী প্রোগ্রামে
কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। ৩ মাস পর দেখবে তোমার ইংলিশের ভিত্তি মজবুত হয়েছে। এটা তোমার ডুয়েট প্রিপারেশনেও কাজে দিবে, আবার চীনে BSc করতে চাইলে —–সেখানেও খুব কাজে দিবে।
7th সেমিস্টারের পরীক্ষার আগেই,,, একদম ফাইনাল ডিসিশন নাও !!
পরিবারের সাথে খোলামেলা আলোচনা করো। তুমি দেশেই পড়বা নাকী চীনে স্কলারশীপ নিয়ে BSc করতে যাবা তা ঠিক করো ??
এক্ষেত্রে আমার পরামর্শ হলো, তোমার যদি কনফিডেন্স থাকে Yes তুমি বাংলাদেশে “ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েটে) চান্স পাবে, তবে তুমি ডুয়েটের জন্যই প্রস্তুতি গ্রহণ করো।।
☑️ আর যদি মনে করো সেই কনফিডেন্স তোমার নেই। এতো কম্পিটিশনের মাঝে চান্স পাওয়া সম্ভব নয়!!
তবে আমি বলবো–সময় নষ্ট না করে , চীনের জন্য ব্যাগ গুছাইতে থাকো ✈️✈️
★ তোমার যাবতীয় যা কিছু করার আমি এবং আমার টিম করে দিবো ইনশাআল্লাহ।
★ পছন্দমত পাবলিক ইউনিভার্সিটি ও স্কলারশিপে চান্স নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। Welcome To China 🇨🇳
এবার 7th Semester এর Exam দিয়ে হাতে ৫-৮ দিন সময় নিয়ে আমাদের
China Scholarship Helpline-CSH ফেসবুক গ্রুপের গুরুত্বপূর্ণ পিন পোষ্ট, ডক ফাইল পড়বা, আর আমাদের ইউটিউব চ্যানেল হতে কিছু ভিডিও দেখবা।। CSH গ্রুপ থেকে চায়না রিলেটেড ৯৯% ইনফরমেশন জানতে পারবা, ইনশাআল্লাহ।।
বর্তমানে চীন সম্পর্কিত বাংলাদেশী স্টুডেন্টদের জন্য সবচেয়ে তথ্যবহুল ও সেরা প্ল্যাটফর্ম এই #CSH 🇨🇳
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাসপোর্ট করতে দেওয়া। কারণ পাসপোর্ট ছাড়া তুমি চীনের স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবে না।।
পাসপোর্ট পেতে পেতে ১- ১.৫ মাস লেগে যায়। তাই যত দ্রুত সম্ভব পাসপোর্ট করতে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।।
নিজের একটি ছবি উঠানো। ৩৩× ৪৮ মিলিঃ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি উঠালে সবচেয়ে বেশি ভালো হয়। তবে নরমাল পাসপোর্ট সাইজ ছবিও Accepted.
★ এর পাশাপাশি Academic Certificates ও মার্কশীটগুলো স্ক্যান করে নেওয়া।। বাবা মায়ের ভোটার ID কার্ড ও স্ক্যান করে ফোল্ডার করে রাখা ।।
আমাদের CSH টিম দ্বারা তোমার ফাইল প্রসেস করাতে চাইলে cshbd.cn@gmail.com ঠিকানায় উপরে উল্লেখিত ডকুমেন্টস সেন্ড করতে পারো।। আমরা সেই ২০১৮ সাল থেকে বাংলাদেশী স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি, শতভাগ চান্সের নিশ্চয়তার সাথে। আলহামদুলিল্লাহ।।
👉🏛️ আমরা কথায় না —কাজে বিশ্বাসী।।
তোমার যোগ্যতার উপর ভিওি করে চীনের বেস্ট ইউনিভার্সিটি ও স্কলারশীপের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ।। প্রতি বছর ১৫০–২০০ ব্যাচেলর/ BSc আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস আমাদের দ্বারা চীনের পাবলিক ইউনিভার্সিটি তে স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছে।।
————————————————————————————————————————————————————
☑️ কেনো চীনে যাবে তুমি?
🔥 কারণ চীনে রয়েছে অসংখ্য নামীদামী বিশ্বমানের পাবলিক ইউনিভার্সিটি ও আকর্ষণীয় স্কলারশিপ।।
★ ব্যাচেলর/বিএসসি স্কলারশিপে চীন যত পরিমাণ স্কলারশিপ দেয়— ঐভাবে অন্যকোনো দেশ এতো স্কলারশিপ দেয় না।
★ চীনের Maximum পাবলিক ইউনিভার্সিটি তে IELTS ছাড়াই স্কলারশিপ পাওয়া যায়।।
★ চায়নাতে অতি অল্প টাকায় 4 বছরে বিএসসি কোর্স সম্পন্ন করা যায়।
★ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে দারুণ ফ্যাসিলিটিস ও ভরপুর স্কলারশিপ রয়েছে চীনে ।।
★ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের ও সুযোগ আছে চীনে।
★ সাথে বিভিন্ন জিনিসের বিজনেস করেও মোটা টাকা ইনকাম করতে পারবেন।
|
|
|
🔥 চীনে প্রধানত চার ধরনের স্কলারশীপ রয়েছে ✍️✍️
১. টিউশন ফ্রী + হোস্টেল ফ্রী + মাসিক বৃওি = ফুললি ফান্ড
২. টিউশন ফি ফ্রী + হোস্টেল ফি ফ্রী = ফুল ফ্রী স্কলারশিপ
৩. টিউশন ফ্রী + হোস্টেল নিজের = আংশিক স্কলারশিপ
৪. টিউশন হাফ ফ্রী + হোস্টেল নিজের = আংশিক 🎓
🔰 বুয়েট, কুয়েট, রুয়েটের মতো লেখিত /MCQ পরীক্ষা দিতে হবে না।। যাস্ট একাডেমিক রেজাল্ট দিয়েই চান্স পেয়ে যাবে।। এ জন্য তোমাদের 6th, 7th এবং 8th সেমিস্টারে রেজাল্ট ভালো থাকা খুব জরুরী।
🌉 World Ranking 200- 1000 এর মাঝে ভূরি ভূরি পাবলিক ইউনিভার্সিটি আছে। যারা কিনা বিভিন্ন সাবজেক্টের উপর ইংলিশ মিডিয়ামে আকর্ষণীয় স্কলারশীপ প্রদান করে থাকে।।
🎯 অপূর্ব সুন্দর ক্যাম্পাস, বিশ্বমানের প্রফেসর, ল্যাব, ক্যান্টিন, ডর্মেটরী, জিম সহ বিভিন্ন দেশের বন্ধুর সমাহার। এসব যেন জীবনে নতুন একটি মাত্রা যোগ করে দেয় ।।
————————————————————————————————————————————————————–
💥 বর্তমানে চীন যে পরিমাণ স্কলারশীপ ও সুযোগ সুবিধা দিচ্ছে তাতে নিঃসন্দেহে বলা যায় চায়না আমাদের মতো মধ্যবিও স্টুডেন্টদের জন্য পড়াশোনা করে বেঁচে থাকার অক্সিজেন 🇨🇳🤝🇧🇩
☀️ দুঃখের বিষয়, সেই সুযোগ গুলো আমরা কাজে লাগাই না।। চীনের স্কলারশিপ নিয়ে তেমন কোনো তথ্য জানি না!
যার দরুন উচ্চ শিক্ষা ও আকর্ষণীয় সব সুযোগ সুবিধা থেকে আমরা পিছিয়ে পড়ি!!
#নোটঃ তোমাদের যদি ইচ্ছে থাকে চায়নাতে ফুল ফ্রী স্কলারশীপ (পড়া + হোস্টেল) ফি ফ্রী স্কলারশিপ নিয়ে পড়ার, তবে সাধারণত IELTS লাগবে না!!
তবে করে রাখলে সবচেয়ে ভালো হয়। বিকজ কম্পিটিশনের মাত্রা এখন অনেক বাড়তেছে।।
🌈 আর যদি ইচ্ছে থাকে, ইংলিশ মিডিয়ামে ফুল ফ্রী স্কলারশিপ + মাসিক স্টাইপেন্ড নিয়ে পড়ার — তবে অবশ্যই IELTS করবা।। ইংলিশ মিডিয়ামে IELTS 5.5–6.5 দরকার হয় মাসিক বৃওির জন্য ।
তাই এতো সুযোগ সুবিধা পেতে চাইলে ভালো একাডেমীক রেজাল্টের সাথে IELTS করা খুবই জরুরী।।
👉(পোস্টটি অনেক কষ্ট করে,সময় নিয়ে, সঠিক তথ্য সহকারে লেখার চেষ্টা করেছি,তাই দয়া করে নিজের নামে অন্য কোনো গ্রুপে চালিয়ে দিবেন না।এমন কাজ কেউ করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্হা করা হবে।।

Related posts

Leave a Reply

Required fields are marked *