Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

ডিপ্লোমার পরে চীনে বিএসসি ইঞ্জিনিয়ারিং 

 ডিপ্লোমার পরে চীনে বিএসসি ইঞ্জিনিয়ারিং

চীনে BSC স্কলারশীপ- ২০২২ 🎓🎓

💢 আমাদের গ্রুপের সবচেয়ে বড় একটি অংশের নাম ” ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং” স্টুডেন্টস।। যারা কীনা বাংলাদেশে ডিপ্লোমা সম্পূর্ণ করে চায়নাতে কম খরচে,স্কলারশীপ নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা করেন।। সেই সকল ডিপ্লোমা পড়ুয়া স্টুডেন্টদের অনুরোধেই আজকে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পার্ট-১” নিয়ে স্পেশাল পোষ্ট।।

[=এই পোষ্টে আমি “রাজীব ইসলাম” বিশেষ কিছু কথা শেয়ার করবো যা হতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট!! 🏆
কষ্ট করে হলেও পোষ্টটি ২ বার পড়বেন আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবেন👍👍=]

👉আমরা সবাই জানি,বাংলাদেশে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সবচেয়ে বড় এবং সরকারি প্রতিষ্ঠান হলো ডুয়েট। যদিও আরও বেশ কিছু সরকারি & বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে কিন্তু তাদের মান নিয়ে রয়েছে যথেষ্ট সংশয় ও সন্দেহ!!! 🤔🤔

However, চার বছর বাংলাদেশে ডিপ্লোমা সম্পন্ন করার পরে সবারই ইচ্ছা থাকে ডুয়েটে পড়ার,, কিন্তু— ডুয়েটে চান্স কয় জনেরই বা হয় ?? সেই ক্ষেত্রে বিএসসি করার জন্য একেক জন একেক বেসরকারি/প্রাইভেট প্রতিষ্ঠানেও ভর্তি হয়।। যা মধ্যবিত্ত পরিবারের ছাএ-ছাএীদের জন্য বিশাল ব্যায়বহুল ও বটে!! 😭😭
আবার অনেকে আছে যারা দেশের গন্ডি পেরিয়ে কম খরচে,স্কলারশিপ নিয়ে চীনে উচ্চশিক্ষার লক্ষ্যে পাড়ি জমাতে চায়। মূলত আজকের এই পোস্টটি শুধু তাদের জন্যই লেখা 👍👍
——————————————————————————– —————————————- —————————————-
👉যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদের জন্য চায়না হতে পারে খুবই ভাল একটি সিদ্ধান্ত।। কেন চায়না আপনার জন্য ভালো অপশন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিচে করা হলো !!

|| আমরা চীনের সেপ্টেম্বর ২০২২ সেশনের আবেদন শুরু করেছি ১৬ ডিসেম্বর থেকে। আবেদন চলবে মে –জুন পর্যন্ত।
ক্লাস শুরু হবে সেপ্টেম্বর-২০২২ থেকে ||

💢 চীনে মোট ৩ ধরনের স্কলারশীপ রয়েছে।।
১. টিউশন ফ্রী + হোস্টেল ফ্রী + মাসিক বৃত্তি= ফুললি ফান্ডেড স্কলারশিপ।।
২. টিউশন ফি ফ্রী + হোস্টেল ফি ফ্রী = ফুল ফ্রী স্কলারশিপ।।
৩. টিউশন ফী + হোস্টেল ফি = আংশিক ফ্রী (৫০-৮০%) ফ্রী । বাকীটা বাৎসরিক টাকা পে করে আপনাকে পড়তে হবে।।

💥 এবার বলি চীনের সুযোগ সুবিধা নিয়েঃ**
🎓🎓🎓🎓🎓✈️✈️✈️ 🇨🇳

১. চীনে তুমি পাবলিক ইউনিভার্সিটি পাবে।
২. স্কলারশীপ নিয়ে ইংলিশ মিডিয়ামে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়তে পারবে।
৩. ফুললি ফান্ডেড স্কলারশীপের সুযোগ রয়েছে। সাথে মাসিক বৃত্তির সুযোগ তো থাকছেই 🔥
৪. World Ranking 300 – 1000 এর মাঝে ভূরিভূরি ইউনিভার্সিটি তে স্কলারশীপ নিয়ে পড়তে পারবে।।
৫. চান্স পাওয়ার জন্য কোনো লেখিত পরীক্ষা দিতে হয় না।

৬. মোটামুটি মানের একাডেমিক রেজাল্ট হলেই ভালো মানের পাবলিক ইউনিভার্সিটি তে স্কলারশীপ নিয়ে পড়তে পারবে।।
৭. চীনের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তে IELTS ছাড়া চান্স পাওয়া যায়।। আমরা IELTS ছাড়াই ফুল ফ্রী স্কলারশিপে ১০০% কনফার্মড সিটে কাজ করি।।
৮. গবেষণায় চীন ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। গবেষণা করার ইচ্ছা থাকলে চীন তোমার জন্য আইডিয়াল প্লেস।

৯. প্রতিটি ইউনিভার্সিটির রয়েছে ৩-৪ টি সুবিশাল ক্যাম্পাস। রয়েছে নিজস্ব হোস্টেল / ডর্মেটরীর ব্যবস্থা।
১০. ক্যাম্পাস, ল্যাব, ক্যান্টিন, ডর্ম, টিচিং কোয়ালিটি সবই অত্যন্ত মানসম্মত।।
১১. পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরণের ব্যবসা বাণিজ্য ও পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে চীনে।
১২. চীনে লিভিং কস্ট অনেক কম। সিটি ভেদে সাধারণত ৫-৮ হাজার টাকায় ১ মাস আরামছে চলে যায়।।
১৩. এই পরিমাণ টাকা পার্ট টাইম জব + বিজনেস থেকে ইজিলি আয় করা সম্ভব ।।
১৪. রাজনীতি ও মাদকমুক্ত ক্যাম্পাসে পাঠদান। নেই কোনো সেশনজট ও ।।
১৫. চীনে BSC করে মাস্টার্স ইউরোপ আমেরিকা কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারবেন।
১৬. ইংলিশ মিডিয়ামে স্কলারশীপ সহ 4 বছরের BSc স্কলারশিপ। NO NEED= IELTS ✌️✌️
💯% কনফার্মড চান্স ইনশাআল্লাহ।।

🌇 এমন অসংখ্য সুযোগের ও সম্ভাবনার হাতছানি রয়েছে চীনে। শুধু তোমার আগ্রহ থাকতে হবে, তবেই তুমি হতে পারবে একজন সৌভাগ্যবান স্কলার 🎓
এখন ভাবো, বাংলাদেশে কাড়িকাড়ি টাকা খরচ করে
প্রাইভেট ভার্সিটিতে পড়বে নাকী স্কলারশীপ নিয়ে BSc টা চীনেই করবে ???
**The ball is in your court** !!
————————————————————

👉প্রথমে বলি যাদের রেজাল্ট ভালো মানের তাদেরকে নিয়েঃ ভালো বলতে আমি বুঝাচ্ছি ডিপ্লোমাতে ৩.৪০+ সাথে IELTS 5.5- 6 Band Score অথবা HSK লেভেল 4/5 || যদি এমন টাইপের রেজাল্ট আপনার থেকে থাকে তবে আপনি ইংলিশ এবং চাইনিজ দুই মিডিয়ামেই ১ নাম্বার স্কলারশীপটি (ফুললি ফান্ডেড) পেতে পারেন।।
টিউশন ফি ফ্রী + হোস্টেল ফি ফ্রী + মাসিক বৃওি = ফুললি ফান্ডেড স্কলারশিপ।। 😍😍😍

#নোটঃ বিশেষ করে চেষ্টা করবেন, 6th-7th এবং 8th সেমিষ্টারে রেজাল্ট ভালো রাখতে। কেননা ডিপ্লোমার এই তিন সেমিস্টারের রেজাল্টের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়।। আর ইংলিশ মিডিয়ামে ফুল ফ্রী স্কলারশিপের সাথে মাসিক বৃত্তি চাইলে ৯৮% ক্ষেত্রে IELTS স্কোর লাগবে। আর চাইনিজ মিডিয়ামে মাসিক বৃত্তি চাইলে HSK-4/5 সার্টিফিকেট লাগবে।।

👉👉এবার যাদের রেজাল্ট তুলনামূলক ভাবে একটু খারাপ তাদের নিয়ে কিছু কথা!!
** বাংলাদেশে IEB মেম্বারশীপ সহ যেকোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে BSC করতে মিনিমাম ৮-৯ লক্ষ টাকা লাগে একাডেমিক Purpose এ খরচ।
এর পর থাকা খাওয়ার খরচ তো আলাদা আছেই,সব মিলিয়ে প্রায় ১২-১৪ লক্ষ টাকা লেগে যায় বাংলাদেশে BSc ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করতে।😲😲😲

👉👉কিন্তু চায়না তোমার পড়াশোনা অনেক সহজ করে দিয়েছে। রেজাল্ট একটু খারাপ হলেও চায়নাতে ফুল ফ্রী বা পার্শিয়াল স্কলারশীপে পড়তে পারবেন।। NO NEED= IELTS
আগেই বলেছি স্কলারশীপ নির্ভর করবে তোমার একাডেমীক রেজাল্টের উপর। মোটামুটি ভালো হলে ফুল ফ্রী স্কলারশিপ পাবে। পড়া + থাকা = দুইটাই ফ্রী পাবে 🏦🏦

❏❏ আর একাডেমিক রেজাল্ট একটু খারাপ হলে পার্শিয়াল (আংশিক) স্কলারশিপ পেতে পারেন ।।
পার্শিয়াল স্কলারশিপ হতে পারে টিউশন এবং হোস্টেলের উপর আপনাকে ৫০-৮০% স্কলারশিপ দিবে। বাকী ৫০-২০% আপনাকে বাৎসরিক টাকা পেমেন্ট করে পড়তে হবে।।

সেটা হতে পারে ২০-৩৫-৪৫-৬০-৯০ হাজার টাকা বাৎসরিক।
সেক্ষেত্রে আপনার থাকা,পড়া,খাওয়া সব মিলিয়ে কোর্স কম্পিলিট করতে খরচ পড়বে প্রায় ৫-৬ লক্ষ টাকার মতো। যা বাংলাদেশ থেকে প্রায় অর্ধেক টাকা দিয়ে বিশ্বমানের পাবলিক ইউনিভার্সিটি থেকে বিএসসি কোর্স কম্পিলিট।।

কেনো_চায়নাতে_পড়বেনঃ
চীনে রয়েছে অসংখ্য নামীদামী ইউনিভার্সিটি ও স্কলারশিপ, World Ranking এ 300–1000 এর মাঝের পাবলিক ইউনিভার্সিটি তে পড়ার সুযোগ, এখানে বিশ্বমানের ডিগ্রী পাবেন, বিশাল লাইব্রেরী, ল্যাব রুম, পরিপাটি ক্যাম্পাস, ফরেইন ফ্রেন্ডস্,USA,Canada,London থেকে ডিগ্রি প্রাপ্ত প্রফেসরদের ক্লাস,স্ট্যাডি ট্যুর দিতে পারবেন,বিভিন্ন রকমের কম্পিটিশনে অংশ গ্রহণ,অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন সাথে পার্ট টাইম জব + বিজনেস করে টাকাও সেইভ করতে পারবেন।।
এসব Facilities বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি তে লক্ষ লক্ষ টাকা ব্যায় করেও সম্ভব নয়!!
অবশ্যই ভেবে দেখবেন বিষয়গুলি???

🍄 চীনে এখন পার্ট টাইম জব ও করতে পারবেন।
আর চীনে বিজনেস তো ডালভাতের মতোই করবেন।
স্কলারশিপ, জব, বিজনেস = ৩ টাই এখন চীনে 🇨🇳

👉কিছু বাস্তব কথাঃ-
নিজ অভিজ্ঞতা থেকে দেখেছি, চায়নাতে প্রতি বছর সবচেয়ে বেশি স্টুডেন্টস আসে ডিপ্লোমা পড়ুয়া স্টুডেন্টরাই।। ✈️✈️
দুঃখের বিষয় এই যে,তাদের মধ্যে ৯০% ডিপ্লোমার স্টুডেন্টসরা সঠিক তথ্য জেনে বুঝে আসে না।। এ জন্য দয়া করে আমাদের গ্রুপের পিন পোস্ট ও ডক ফাইল মন দিয়ে পড়বেন। ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে নিবেন। আশা করি ৯৯% ইনফরমেশন জানতে পারবেন৷ তখন নিজেই বস হয়ে যাবেন 👇👇👇👇
https://youtu.be/pRJPlAk9_p8

চীনে আবেদন করতে কী কী লাগেঃ
🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳
💢 ডকুমেন্টস লিস্ট – ২০২২
🔥 বিএসসি প্রোগ্রাম 🔥

1. Passport
2. Picture (ছবি)
3. SSC/Diploma সার্টিফিকেট স্ক্যান কপি।
4. SSC/Diploma মার্কশীট গুলোর স্ক্যান কপি।

✍️নোটঃ ডিপ্লোমা স্টুডেন্টরা ১-৭ অথবা ১-৮ সেমিস্টারের মার্কশীট দিয়ে চীনের স্কলারশিপে আবেদন করতে পারবেন। ডিপ্লোমার মেইন সার্টিফিকেট না থাকলে Course Completion Certificate / Provisional Certificate
দিয়ে চীনের স্কলারশিপে আবেদন করতে পারবে ।।

5. বাবা মায়ের ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি।
6. Extra Curriculum Activities ((যদি থাকে))
7. Non Criminal Report

🎁 আপনার ডকুমেন্স গুলো নিচের ঠিকানায় ইমেইল করুন।। আপনাকে 💯% কনফার্মড চান্সের নিশ্চয়তা দিলাম ইনশাআল্লাহ।।
✍️✍️✍️
Email: cshbd.cn@gmail.com
WhatsApp: +8801518702696

****************************************************
#প্রশ্নঃ কোন কোন সাবজেক্টে স্কলারশিপ দেয়?
ইঞ্জিনিয়ারিং এর প্রায় সকল সাবজেক্টে স্কলারশিপ আছে।
যেমন- ইঞ্জিনিয়ারিং সব সাবজেক্টে স্কলারশিপ আছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের CSH টিমকে নক করুন ।।

#প্রশ্নঃ ডিপ্লোমাতে মিনিমাম কত পয়েন্ট লাগবে?
সিজিপিএ ২.৮০–৩.০০ হলেই চীনের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের CSH টিমকে নক করুন ।।

◉◉ আবেদন করতে যোগাযোগ করুন আমাদের CSH টিমের সাথে। সেই ২০১৮ সাল থেকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। চীনের ১১০+ ইউনিভার্সিটি তে আমরা কাজ করি।। ইনশাআল্লাহ বেস্ট সার্ভিসটাই পাবেন 🤝🤝
Nur Hossain DM Prince Ahmed Rana Ibrahim Rafi Sarkar Raisan Ahmad

⬇️ পরিশেষে,এটাই বলবো ডিপ্লোমা করে আপনি মোটেও ভুল করেন নি,আর এই জন্য হীনমন্যতায় ভোগারও কোনো কারণ নেই।। সঠিক গাইড লাইন্স পেলে আপনিও অনেক বড় জায়গায় যেতে পারেন, অনেক বড় কিছু করতে পারেন।।
আর চায়নিজ ইউনিভার্সিটি গুলো আপনাকে সে প্লাটফর্ম দিতে প্রস্তুত। এ জন্য দরকার নিজের সচেষ্টা এবং যথাসময়ে সকল ডকুমেন্টস প্রস্তুত রাখা। আর চায়নার সব ধরনের স্কলারশিপের তথ্য পেতে আমাদের গ্রুপের সাথেই থাকুন, পিন পোস্ট-ডক ফাইল মন দিয়ে পড়ুন। আশা করি চায়নার উচ্চশিক্ষা সম্পর্কে ৯৯% জ্ঞান অর্জন করতে সমর্থ হবেন। তখন নিজেই বুঝতে পারবেন আপনাকে কী করতে হবে!!

🎯 এবার ডিপ্লোমা পার্ট-২ পোষ্টটি পড়ুন 👍👍👍
#diploma_part-1 #diploma_part-1 #part-1 #ডিপ্লোমা
#BSc #bsc #বিএসসি #চীনে_বিএসসি #BSC

👉(পোস্টটি অনেক কষ্ট করে,সময় নিয়ে লেখেছি তাই কপি-পেষ্ট বা নিজের নামে অন্য কোনো গ্রুপে চালিয়ে দেওয়া যাবে না।এমন কাজ কেউ করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্হা করা হবে।।

Related posts

Leave a Reply

Required fields are marked *