Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

Food Cost in China 

 Food Cost in China

🧁🍱
চীনে খানাপিনার খরচ 🇨🇳
চায়নাতে মাসিক Food Cost কিংবা হাত খরচ একেকজনের একেক রকমের হয়ে থাকে।। এটা সম্পূর্ণ নির্ভর করে পারসন টু পারসনের লাইফ স্টাইলের উপর।। একেকজনের ফুড Habit ও লাইফ স্টাইল একেক রকমের হয়ে থাকে, আর তার উপরই নির্ভর করে কার মাসিক কত টাকা খরচ হতে পারে।। এ পোষ্টের মাধ্যমে আমি Rajib Islam আনুমানিক খরচের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ।।
আমি মনে করি On Average চীনের খাওয়া খরচ প্রায় ঢাকা শহরের মতোই।। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপনি কী জানেন, চীনের অনেক প্রভিন্স বা শহর আছে সেখানে মাত্র ৫-৬ হাজার টাকা তে ১ মাস আরামছে পার করে দিতে পারবেন।
✅ আবার অনেক প্রভিন্স বা শহর আছে যেখানে ৭-৮ হাজার টাকায় এক মাস রাজার হালতে পার করতে পারবেন।।
🏩 আর সিটিটা যদি হয় বেইজিং, গুয়াংজু, সাংহাই, Shenzhen, হাংজু তাইলে বাজান বাজেট আরো বাড়াতে হবে।। মোটামুটি এই ৫টি সিটিকে বলা হয়ে থাকে Most Expensive Cities in China 🇨🇳🇨🇳
এইসব সিটিতে পকেট মানি + খানা খরচ বাবদ ১০-১২-১৫ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে খরচ হয়ে যেতে পারে।। এসব সিটিতে আসার আগে Food Cost এর বিষয়টি অবশ্যই মাথায় রেখেই আসবেন।।
🌅🌅 তবে এসব শহরে যেমন ব্যায়বহুল ঠিক তেমনি আয়ের উৎসও রয়েছে দারুণ ৷ অনেক কিছু করার Opportunity পাওয়া যায় এসব শহরে। আর ব্যবসার জন্য তো এই ৫টি সিটিই চীনের স্বর্গরাজ্য 🔥
যাস্ট একটু চোখ কান খোলা রাখলেই দেখবা টাকা এদের আকাশে উড়ে >>>>> শুধু ধরতে হবে বস!!
যাইহোক, যে সিটিতে পড়তে যাবে সেখানকার Food Cost সম্পর্কে সামগ্রীক ধারণা নিয়ে আসাই হবে বুদ্ধিমানের কাজ। যদিও এ পোস্টের মাধ্যমে ৯৯% ধারণা পেয়ে যাবেন, ইনশাআল্লাহ !!
————————————————————————————————————————————————————————
১. প্রশ্নঃ মাসিক খাওয়া খরচ কী চীনে ম্যানেজ করা যায়?
আসলে এমন চিন্তা নিয়ে চীনে পড়তে আসা উচিত নয়! আপনার ফ্যামিলি যদি মাসিক খাওয়া খরচ বাবদ ৬-৭ হাজার টাকা বহন করতে না পারে তবে আপনার চীনে পড়তে আসা উচিত নয়!
চীনে 5-15 হাজার টাকা মাসিক ইনকাম করা কোনো আহামরি বিষয় নয়। চীন হলো বিজনেসের স্বর্গরাজ্য। এখানে আপনি হাজারো জিনিসের বৈধভাবে বিজনেস করতে পারবেন। দেশে বিভিন্ন মালপত্র পাঠিয়ে মোটা অংকের টাকাও আয় করতে পারবেন।।
ভ্যাকেশন টাইমে অনেকে আবার পার্ট টাইম জব করে মোটামুটি ৫-৬ মাসের খাওয়া খরচ জোগাড় করতে পারে। এজন্য চাইনিজ ভাষা জানতে হবে। চাইনিজ ভাষা না জানলে আপনারে কেউ চাকুরী তে নিবে না!
যাইহোক, শুধু চোখ কান খোলা রাখতে হবে এবং নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। আশা করা যায় ১-২ বছরের মাঝে ভালো একটি অবস্থায় যাবেন।
তখন দেখবেন উল্টো দেশেও টাকা পাঠাতে পারছেন ।। 🤝🤝
সত্যি বলতে চীনে যারা পড়াশোনা করতে যায়, তারা পরবর্তীতে বাংলাদেশ থেকে ঐভাবে মাসিক টাকা নিয়ে খানা খরচ চালায় না!
বরং এই অল্প পরিমাণ টাকা চীনেই ম্যানেজ করে নেয়। চীনে International Students দের ইনকামের উৎস কী কী সে বিষয়ে আমার লেখা চমৎকার একটি পোস্ট আছে CSH গ্রুপে। অবশ্যই লিংক থেকে পড়ে নিবেন ✅✅
#প্রশ্নঃ চীনে হালাল খাবার কী পাওয়া যায়??
Yes, Available পাওয়া যায়। চীনের প্রতিটি শহরে অনেক মুসলিম রেস্টুরেন্ট ও হালাল খাবারের শপ পাওয়া যায়।৷ হালাল খাবার নিয়ে আমরা কখনোই সমস্যা ফেস করিনি, আলহামদুলিল্লাহ।।
পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, কাজাকিস্তান, তুর্কিমেনিস্তান, উজবেকিস্থান, সৌদি সহ আরব বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর চীনে পড়তে আসে। যার দরুন অনেক মুসলিম রেস্টুরেন্ট ও হালাল শপ গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ ❤️ সুতরাং, হালাল খাবার নিয়ে কোনো টেনশন নাই 👍👍
#প্রশ্নঃ ডর্মে রান্না করে খাওয়া যায় কী??
Yes, অবশ্যই যায়। চীনে প্রায় ৯৫% ইউনিভার্সিটির ডর্মে International Students দের জন্য রান্না করে খাওয়ার জন্য কমন কিচেন আছে। আধুনিক সুযোগ সুবিধা সংবলিত উন্নতমানের কিচেন।সেখানে আপনি রান্না করে খেতে পারবেন। অনেকে আবার নিজেদের রুমেও শর্টকার্টে রান্না করে খেয়ে নেয়।।
#প্রশ্নঃরান্না করে খেলে কেমন খরচ হয়??
রান্না করে খেলে একদিকে টাকা কম লাগে এবং অপরদিকে তৃপ্তি মতো খাওয়া যায়। কেউ কেউ নিজেই একা রান্না করে খায় আবার কেউ ২-৪ জন মিলিয়ে যৌথভাবে খায়। নিজেরা বাজার সদাই করে খেলে তৃপ্তির সাথে কম টাকায় ১ মাস আরামছে খাওয়া যায়।।
৬-৭ হাজার টাকায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেইজিং, গুয়াংজু, সাংহাই, Shenzhen, হাংজু সিটিতে ১০ হাজার টাকায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
#প্রশ্নঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে খেলে কেমন খরচ হয়??
চীনের প্রতিটি ইউনিভার্সিটি তে ২-৩ টি হালাল ক্যান্টিন আছে।। ক্লাসের প্যারা থাকলে আমরা এখানেই ঝটপট খেয়ে ঢেকুর তুলি। এক বেলার Meal এ 7- 15 Rmb লেগে যেতে পারে। আর আপনি যদি খাদক টাইপের পাবলিক হন তবে তো কাম সাড়া!!😂
💢 পরিশেষে বলতে চাই, চীনে রয়েছে অনেক ট্রাডিশনাল খাবার। ওদের একেক প্রভিন্সে একেক রকম বিখ্যাত খাবারে ভরপুর। খেতে বসলে আর উঠতে মন চায় না 😍😍
চীনে হালাল এবং হারাম দুই ধরনের খাবারই রয়েছে। ওদের যেটা হালাল লেখা থাকবে, সেটা চরম লেভেলের হালাল।। তাই খাওয়ার আগে হালাল লোগো দেখে কিংবা ওদের জিজ্ঞেসা করে খাবেন। তবেই দেখবেন খাবারে কত মজা আর পুষ্টি। যেটাই খাবেন সেটাই ভেজাল মুক্ত, আর শরীরের সাথে খুব ভালোভাবে সুট করে।
*** এতো সস্তায় মজার মজার খাবারের স্বাদ চীনে নিতে পারবেন। আর ওদের স্ট্রিট ফুড গুলোও মাইন্ড ব্লোয়িং।
আরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ঝড় তোলো । সম্ভব হলে তোমার বন্ধুদের China Scholarship Helpline – CSH গ্রুপে Add করে দিয়ে সঠিক তথ্য জানার সুযোগ করে দাও।।
#নোটঃ পোস্টটি কপি-পেস্ট করে অন্যকোনো গ্রুপে বা পেজে ব্যবহার করা যাবে না!! এমন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ
Rajib Islam
Founder Of CSH
Email: cshbd.cn@gmail.com
WhatsApp: +8801518702696

All reactions:

91


Related posts

Leave a Reply

Required fields are marked *