





IELTS হল,
I = International (আন্তর্জাতিক)
E = English (ইংরেজি)
L = Language (ভাষা)
T = Testing (পরীক্ষণ)
S = System (পদ্ধতি)
সুতরাং যে আন্তর্জাতিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয় সেটাকেই সংক্ষেপে IELTS বলা হয়। IELTS কে আমরা ‘আইয়েল্টস’ হিসেবে উচ্চারণ করে থাকি।
IELTS কয় প্রকার?
দুই প্রকার:
1. Academic IELTS
2. GT( General Training) IELTS

যারা বিদেশে লেখা-পড়া করতে যেতে চায় তারা Academic IELTS এ অংশ নেয়। তারমানে এই ভার্সনটি স্টুডেন্টদের জন্য।

যারা কোন English Spoken Country যেমন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা কিংবা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে (Immigration) অথবা জব ভিসায় যেতে চায় তারা GT IELTS এ অংশ নেয়।

Listening, Speaking, Reading এবং Writing এই চারটি বিষয়ের উপর IELTS পরীক্ষা হয়ে থাকে। এগুলো IELTS এর ভাষায় Module বলা হয়। যেমন Reading module এ তোমার স্কোর কত ছিল?

IELTS কোনো মার্কস নেই! আছে ব্যান্ড স্কোর। অর্থাৎ IELTS এ আপনি যে মার্কস পান তাকে বলা হয় ব্যান্ড স্কোর। এক্ষেত্রে, 0-9 এর মধ্যে ব্যান্ডস্কোর প্রদান করা হয়।
এখন প্রশ্ন হল কিভাবে এই ব্যান্ড স্কোর সাজানো হয়?
Listening: 0-9
Speaking: 0-9
Reading: 0-9
Writing: 0-9
ধরুন, আপনি লিসনিং পরীক্ষায় 0-9 এর মধ্যে পেলেন 7; স্পিকিং পরীক্ষায় পেলেন 7; রিডিং এ 6.5 এবং রাইটিং এ পেলেন 6.5! তাহলে আপনি ওভারঅল কত ব্যান্ড স্কোর পাবেন?
প্রথমে সবগুলোকে যোগ করবে। 7+7+6.5+6.5 = 27। এখন এই 27 কে চারটি মডিউলের 4 দিয়ে ভাগ করবে। তাহলে ভাগ করার পর আপনি পাচ্ছেন 6.75। মজার ব্যাপার হল 6.75 পেলে আপনাকে কিন্তু 7 দিয়ে দিবে !
আপনার IELTS প্রস্তুতি ভাল হোক। প্রত্যাশিত স্কোর পান। ©
#চায়নাতে কী IELTS লাগে??
জ্বী ভাই, চায়নাতেও IELTS লাগে! তবে সব ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি নয়! আপনার লক্ষ্য যদি থাকে চীনের টপ সারির ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে ফুল ফ্রী স্কলারশিপের সাথে মান্থলী স্টাইপেন্ড নিয়ে পড়াশোনা করার। তবে আমি বলবো IELTS আপনার জন্য অপরিহার্য।।

(ক) পড়া ফ্রী + থাকা ফ্রী + মাসিক বৃওি
(খ) পড়া ফ্রী + থাকা ফ্রী = ফুল ফ্রী
(গ) পড়া ফ্রী + থাকা নিজের টাকায়
(ঘ) পড়া হাফ ফ্রী + থাকা নিজের টাকায়
★ পড়া ফ্রী + থাকা ফ্রী + মাসিক বৃত্তি (ক) নাম্বার টাইপ
চাইলে 99% ক্ষেত্রে IELTS মাস্ট লাগবে।।
IELTS এ মিনিমাম 5.5 ব্যান্ড স্কোর রাখার চেষ্টা করবেন। এরবেশি হলে আরও ভালো। যতবেশি তত ভালো


*** IELTS থাকলে ভালো ইউনিভার্সিটি ও Excellent স্কলারশিপ দুইটাই পাবেন, ইনশাআল্লাহ।
#IELTS
#spokenenglish
#DuolingoEnglishTest
Founder & CEO
All reactions:
131131
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Quick Cook!
Tasty & Easy To Make Desserts With Blueberries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...
The Single Most Important Thing You Need To Know About Success
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...