
মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হলো ইয়ুননান বিশ্ববিদ্যালয়। কুনমিং শহরে এর দুটি ক্যাম্পাস রয়েছে। দুটি ক্যাম্পাসই পর্যটন স্থান হিসেবেও বিখ্যাত।
ইয়ুননান বিশ্ববিদ্যালয় ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়। এর পুরনো ক্যাম্পাসটি শহরের প্রাণকেন্দ্রে সুইহু লেক বা গ্রিনলেকের কাছে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি স্থানীয় বাসিন্দাদের কাছে ইয়ুনতা নামে বেশি পরিচিত।
ইউননান বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাস বা তংলু ক্যাম্পাস এবং ছংকুং এ অবস্থিত নতুন ক্যাম্পাস দুটোই পর্যটন স্থান হিসেবে জনপ্রিয়। তংলু ক্যাম্পাসে অনেকে আসেন এখানকার প্রাচীন গিংকো গাছগুলো দেখার জন্য। এখানে একটি দীর্ঘ হাঁটা পথ রয়েছে। শরৎকালে বা ফল সিজনে পুরো হাঁটাপথটি গিংকো গাছের সোনালি পাতায় অনন্য সুন্দর হয়ে ওঠে। এখানে ঝরা পাতার দৃশ্য আলোকচিত্রীদের দারুণভাবে আকর্ষণ করে। গ্রীষ্মকালে গিংকো গাছের সবুজ ছায়া এবং চেরি ও প্লাম ফুলের সৌন্দর্য দেখতে আসেন অনেকে।
তংলু ক্যাম্পাস একটি ছোট টিলার উপর অবস্থিত। কাছেই বিখ্যাত গ্রিন লেক পার্ক। এখানে শীতকালে পরিযায়ী পাখিরা উড়ে আসে। সাইবেরিয়া থেকে উড়ে আসা পাখিরা তংলু ক্যাম্পাসেও আসে। পুরো ক্যাম্পাস এলাকার আয়তন ৪ লাখ ২৬ হাজার ৬শ ৬৯ বর্গ মিটার। এখানকার বিজ্ঞানভবন, গ্রন্থাগার ভবন এবং শিক্ষাভবন দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর জন্য বিখ্যাত।
তংলু ক্যাম্পাসে প্রচুর কাঠবিড়ালি রয়েছে। এখানে বাদাম গাছে কাঠবিড়ালির বাসা আছে। শিক্ষার্থীরা কাঠবিড়ালিকে খাবার দেয়। কাঠবিড়ালির খেলা দেখতে এই ক্যাম্পাসে অনেকে আসেন।

ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কুনমিংয়ের প্রান্তে বিশ্ববিদ্যালয় টাউন নামে পরিচিত ছংকুং এলাকায় অবস্থিত। এই ক্যাম্পাসটি বিশাল বড়। এখানে পাহাড়, লেক, অরণ্য এবং গোলাপ ও ল্যাভেন্ডার ফুলের বাগান রয়েছে।
এখানে পাহাড়ের উপর থেকে কুনমিংয়ের বিখ্যাত তিয়ানশি লেক এবং সিশান পাহাড়ের দৃশ্য দেখা যায়। ছংকুং ক্যাম্পাসে জাকারান্দা, চেরি ও প্লাম ফুলের শোভা বিখ্যাত। এখানে ল্যাভেন্ডার ফুলের বড় বাগানের পাশে হাঁটাপথ পর্যটকদের কাছে খুব প্রিয়।
শান্তা/ মিম
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!