#IELTS_PART(1)
IELTS কী ও তার পূর্ণ প্রস্তুতি????
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন।বেশ কিছু দিন থেকেই ভাবছিলাম IELTS নিয়ে আমার অভিজ্ঞতা থেকে নতুনদের উদ্দেশ্যে কিছু লিখবো।গ্রুপে অনেক নতুন মেম্বারস্ আছে যারা উচ্চ শিক্ষার জন্য চায়না তথা বিশ্বের অনেক দেশে আসতে চায় কিন্তু আইইএলটিএস(IELTS) না থাকায় উচ্চ শিক্ষার এ ধাপে বেশ ভয় পায়।মূলত,লেখাটি আপনাদের জন্যই,শুধু ধৈর্য নিয়ে একটু পড়ুন আশা করি পোস্টটি থেকে অনেক নতুন কিছু শিখতে পারবেন।।
#IELTS কীঃ-
(IELTS) International English Language Testing System.
বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবলেই প্রথমেই যে বিষয়টি আসে তা হলো আইইএলটিএস (IELTS) নামক ভীতিকর পরিক্ষার কথা। আসলে আইএলটিএস (IELTS) পরিক্ষা মূলত একটি টেকনিক্যাল পরিক্ষা এবং এ জন্য প্রচুর অনুশীলন দরকার। কিভাবে এই ভীতি দূর করা যায়, কিভাবে প্রস্তুতি নিলে সহজেই ভাল করা যায় সে বিষয়ে এ পোস্টে আলোকপাত করতে যাচ্ছি ।





এই পরীক্ষার মাধ্যমে আসলে দেখা হয় ইংরেজিতে একজন মানুষ কেমন/কতটা দক্ষ তা যাচাইকরা হয়।পরীক্ষা ৪ টি মডিউলে হয়। যথা Listening, Reading, Writing ও Speaking । এবং প্রতিটি মডিউলের ব্যান্ড স্কোর সর্বোচ্চ 9
4টি মডিউলের প্রাপ্ত ব্যান্ড স্কোর করে,সেগুলো গড় করে মোট ব্যান্ড স্কোর দেয়া হয়।চায়নার জন্য ব্যাচেলরে (৫,৫- ৬.০) এবং মাস্টার্সের জন্য ৬.৫ ব্যান্ড স্কোর চায় নামীদামি ইউনিভার্সিটি গুলো।এই ব্যান্ডের উপরই নির্ভর করে আপনার স্কলারশিপ পাওয়ার সমূহ সম্ভাবনা,সো মন দিয়ে সময় নিয়ে প্রস্তুতি নিতে থাকেন।আশা করি ভালো ইউনিভার্সিটি,ভালো স্কলারশীপ ও মাসিক বৃওি সবই মিলবে 

IELTS পরীক্ষাটি ২ ধরণের হয়
১. একাডেমিক
২. জেনারেল ট্রেনিং
পড়াশুনার জন্য যাহারা বাহিরের দেশে গমন করতে চান তাদের জন্য Academic Exam দিতে হয়।আর,যারা চাকরির বা মাইগ্রেশনের উদ্দেশ্যে Abroad যেতে চান তাদের জন্য জেনারেল এক্সাম।একাডেমিকের সাথে জেনারেলের শুধুমাত্র পার্থক্য হল Reading and Writing মডিউলে।আর বাকী দুইটা মডিউল একদম সেইম পরীক্ষা হয়।।
অনেকেই মনে করেন আইইএলটিএস অনেক কঠিন একটি পরীক্ষা। আসলে এটি ভুল ধারণা। ব্রিটিশ কাউন্সিল সূত্র মতে, ইংরেজিতে মোটামুটি দক্ষ হয়েও এ পরীক্ষায় ভালো স্কোর সম্ভব। যদিও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে আইইএলটিএস পরীক্ষা পরিচালিত হয় বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়।তবে IELTS এর কোনো Question ই আপনি কখনোই হুবহু কমন পাবেন না।তবে Practice করে গেলে অনুরুপ প্যাটার্ণ এর প্রশ্ন পাবেন। তাই,প্রচুর Practice করতে থাকুন আর ফাকিবাজির কোনো চিন্তা থাকলে এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি এক্সাম সেন্টারে এক বিন্দু ও হেল্প পাবেন না ভাই



যা করার আপনাকেই করতে হবে এবং সেটা নিজের মেধা খাটিয়েই করতে হবে!!
#এক্সাম কোথায় হয় ও রেজিস্ট্রেশন ফিঃ-
বাংলাদেশে British Council আর IDP Australia সেন্টারে এই পরীক্ষাটি হয়ে থাকে । প্রতি মাসে ৩ বার নেওয়া হয় এই পরীক্ষাটি। একজন পরীক্ষার্থী জীবনে যত খুশি ততবার এই পরীক্ষা দিতে পারেন। একবার দেয়ার পরে কোন বাধা নিষেধ নেই যে কখন পরেরটা দিবেন। একবারের রেজাল্ট ২ বছর ভ্যালিড থাকে। একসাথে আপনার হাতে একের অধিক রেজাল্ট থাকলেও কোন সমস্যা নাই। একটা আরেকটাকে প্রভাবিত করবেনা। কিন্তু প্রতি বারের পরীক্ষা দেওয়ার জন্যই নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি রেজিস্ট্রেশনে ১৭,৫০০ টাকার ফি গুনতে হবে। 



পরীক্ষা দেয়ার দিন থেকে ১৩-১৪ তম দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ করা হয়। রেজাল্ট ভাল না লাগলে আপিল করার সুযোগ থাকে। কিছু ফি নেয়া হয় এজন্য। কিন্তু রেজাল্ট পরিবর্তন না হলে ফি কিন্তু ফেরত দেয়া হবেনা।আমার জানা মতে,কারো আপিলের পরিপ্রেক্ষিতে রেজাল্ট চেঞ্জ হইতে শুনিনাই!
#প্রস্তুতি কোথায় নিবো??
IELTS এর জন্য কোচিংয়ে ভর্তি হওয়া খুব জরুরী নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অনুশীলন, কোচিং আপনাকে যতই পড়াক আপনি যদি বাসায় না পড়েন তবে হাজারটা কোচিং করেও কোনো ফায়দা হবে না।যাদের ব্যাসিক ভালো তারা সাধারণত IELTS ম্যাটেরিয়ালস্ কিনে বাসায় পড়াশোনা করতে পারেন,ইউটিউবে অনেক ম্যাটেরিয়ালস্ পাওয়া যায় সেগুলো থেকে বেশি বেশি Practice করবেন।পাশাপাশি Rayhan’s IELTS গ্রুপে জয়েন করতে পারেন এবং Rayhan Chowdhury ভাইয়ের স্পেশাল IELTS পেনড্রাইভটি মাএ ২০০০ টাকায় কিনে নিয়ে বাসায় ১-২ মাস প্রস্তুতি নিলে আপনি অনায়াসে ৬+ ব্যান্ড স্কোর পাবেন বলেই আমি বিশ্বাস করি।
এতে করে আপনার বাড়তি অনেক টাকা ও সময় দুইটাই বেচেঁ যাবে। আর যাদের ব্যাসিক একটু দূর্বল তাদেরকে আমি বলবো, IELTS কোচিংয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই Writing & Spoken কোর্স দুটি করে নিতে।সেক্ষেত্রে আপনারা Mentor’s সহ বিভিন্ন কোচিং সেন্টারে ৩-৬ মাসের কোর্স করে নিতে পারেন।
এরপর যখন IELTS কোর্স শুরু করবেন তখন দেখবেন IELTS একদমই পানির মতো স্বচ্ছ লাগছে।





#পরীক্ষাটি কোথায় দিবো & রেজিষ্ট্রেশন কীভাবে??
আমার মতে সবচেয়ে ভালো হয় idp Australia Centre এ পরীক্ষাটি দেওয়া।এদের প্রশ্ন প্যাটার্ণ এবং মার্কিং Criteria খুবই ভালো।আর রেজিষ্ট্রেশন আপনি ঘড়ে বসে অনলাইনে কিংবা তাদের অফিসে ভিজিট করে করতে পারবেন।সে জন্য আপনার লাগবে পাসপোর্ট,পিকচার এবং রেজিষ্ট্রেশন ফি!!
#এখন একাডেমিক মডিউল নিয়ে কিছু বলিঃ-
Listening: দুই পক্ষীয় বকবকানি টাইপের কিছু শুনতে দিবে।অনেক মজার একটি মডিউল। শুনে শুনে আন্সার প্রশ্নপত্রে লিখতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে পাবেন। কোন ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবেনা।বাট,স্পেলিং মিসটেক করলে ওই উওরের জন্য কোনো নম্বর পাবেন না। লিসেনিং মডিউলে — ৪ টি সেকশন থাকে। প্রতিটি সেকশনে ১০ টি করে প্রশ্ন থাকে।
পরীক্ষা শুরু হবে যখন বলবে “now turn to the section 1”। তাই যারা মক টেস্ট বাসায় বা ঘরে বসে দিবেন তারা এটা মেন্টেইন করার চেষ্টা করবেন। মানে আগেভাগে প্রশ্ন দেখা শুরু করবেন না। এই বাক্য বলার আগে পরীক্ষক কিন্তু আপনাকে প্রশ্ন ঊল্টাইতে দিবেনা। উল্টাইলে পেনাল্টি পেতে পারেন।প্রতিটি সেকশনের মাঝে কিছুক্ষণ বিরতি থাকে (৩৫/৪০ সেকেন্ডের মত)। একেবারে শেষ সেকশনে গেলে আন্সারশিটে আন্সার ট্রান্সফার করার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়। আন্সার পেন্সিলে দেয়া উচিৎ । কাটাকুটি হইলে মুছা যায় তাইলে। — যা শুনবেন তাই লিখতে হবে। কোন নিজস্ব জ্ঞান (যেমন প্রতিশব্দ) ব্যবহার করা যাবেনা।আর Spelling Mistake এর বিষয়ে অধিক যত্নবান হতে হবে নতুবা লিসেনিং আপনার জন্য আফসোসের কারণ হবে।
#Reading:- এ সেকশনে তিনটি ইয়া বড় বড় প্যাসেস থাকে। একাডেমিক, জেনারেল দুই মডিউলেই ৩ টি করে থাকে।তবে একাডেমিক Passage গুলা বেশ জটিল আর কঠিন হয়ে থাকে। আমরা এসএসসি, এইচএসসিতে যেমন Seen Comprehension করেছিলাম ঠিক তেমনই শুধু ডিফিকাল্টি লেভেলে ভাল মানের আরকি
।এই মডিউলটি মোটামুটি কমবেশি সবাইকে টেনশনে রাখে। আমি বলবো সবচেয়ে বেশি করে এ মডিউলে সময় দিতে এবং টেকনিক & টিপস্ ফলো করে প্রশ্ন সমাধান করতে।

সময় ১ ঘন্টা। ৩ টি সেকশন থাকে। — Yes/No, True/False , Fill in the blanks, Heading choose, Ques & Ans ……… etc টাইপ প্রশ্ন থাকে। — আপনাকে প্রশ্নে যা বলবে তাই আন্সারশিটে লিখবেন । যেমন বললো Yes/No কিন্তু আপনি আন্সারশিটে লিখলেন True/False তাইলে কিন্তু সব শ্যাষ !!!! Heading Choose এ বললো Write down the correct letter কিন্তু আপনি পুরা হেডিং টাই দিলেন তাইলেও হবেনা। সাবধানে প্রশ্নের শুরুতেই Instructions পড়বেন আসলে কি চাইসে/কি লিখতে বলেছে উত্তরপত্রে। — Reading এ কিন্তু Listening এর মত এক্সট্রা ১০ মিনিট পাবেননা আন্সার ট্রান্সফারের জন্য। অর্থাৎ মোট ১ ঘন্টার মধ্যেই সব শেষ করা লাগবে। তাই বাসায় এটার প্র্যাকটিস করা উচিৎ বেশি থেকে বেশি।সব আন্সারও পেন্সিলে লিখুন,আর মাতব্বরী করে কলমে লেখলে পুরা রেজিস্ট্রেশনের টাকা জলে যাবে। !!!!
বি কেয়ারফুল!!!! 





পরীক্ষার শুরুতে আন্সারশিট দিবে আর তার দুইদিকে থাকবে Listening আর Reading এর আন্সার লিখার জায়গা। খেয়াল করে লিখবেন। যদি Listening আর Reading উত্তর উল্টাউল্টি হইয়ে যায় তাহলে দুই মডিউলে ৯ & ৯=১৮ পাইলেও ব্যান্ডে 00 আসিবে বস!!
#Writing-পার্ট
সোজা কথায় যা মনে আসে তাই লিখলাম। — ২টি সেকশন থাকে রাইটিং মডিউলে। প্রথমটায় গ্রাফ, টেবিল,বার চাট, ডায়াগ্রাম,ম্যাপ হাবিজাবি চিত্রমিত্র দিয়া দেয়। সেখান থেকে আপনাকে বিস্তারিত লিখতে হবে। সোজা বাংলায় চিত্রের বিবরণ দেখে লেখা। এটাকে Task 1 বলে।খুব সহজ হয় & মিনিমাম ১২০ Word এ Task 1 লেখতে হয়।
১২০ শব্দের কম হলে মার্কস কমে যাবে।
Task 2 টা কিছুটা ভারী টাইপের হয়ে থাকে।তবে বেশ ইন্টারেস্টিং। কয়েক রকমের প্রশ্ন হয়ে থাকে। একটা statement দিয়ে দিলো। সেটার উপকারিতা/ অপকারিতা লিখতে বলতে পারে। আবার “আপনি কি এটার সাথে একমত নাকি দ্বিমত ??”
এরকম ও বলে কেন একমত/ আবার একমত না সেটার বিস্তারিত বলুন এই টাইপেরও হয়।
সময়ঃ১ ঘন্টা( Task 1 এ আমি ২০ মিনিট দিতাম আর Task 2 তে ৪০ মিনিট).Task 2 মিনিমাম ২৫০ Word এ লেখতে হয়। ২৫০ শব্দের কম হলে আপনাকে পেনাল্টি দেওয়া হবে। অর্থাৎ মার্কস কমে আসবে। সো বি কেয়ারফুল ব্রো…..



#Speaking: আপনাকে ১২-১৫ মিনিট ইংরেজীতে কথা বলতে হবে। Examine আপনাকে Ask করবে আর আপনাকে ফ্লুয়েন্টলি সুন্দর ভাবে গুছিয়ে বলতে হবে।এই Speaking Module টি ৩ সেকশনে বিভক্ত। — সেকশন(১)খুব সহজ হয়,বলতে পারেন ভাজা মাছ উল্টে খাওয়ার মতো।যেমনঃ নিজের সম্বন্ধে বা নিজের দেশ বা শহর বা প্রতিবেশী, আইডল শিক্ষক,কলেজ,লাইব্রেরী, পড়াশুনা,হবি,পছন্দ,স্থান,পরিবার,বন্ধু ইত্যাদি নিয়ে জিজ্ঞাসা করবে। —
সেকশন(২)ঃ- এটাতে একটা কিউ কার্ড দিবে,যেখানে লেখা থাকবে For example:Describe your best friend in your School এবং ৪-৫ টি প্রশ্ন হয়ে থাকে এই প্রশ্নের উপর।আর তার সাথে কাগজ পেন্সিল ও দিবে। কার্ডে একটা টপিক থাকবে সেটার উপরে আপনাকে ২ মিনিটের মত বলতে হবে । প্রথমে ১ মিনিট সময় দিবে যেখানে আপনি চাইলে কি বলবেন তার কিছু সংক্ষেপে নোট করতে পারেন কাগজে।তারপর, ২ মিনিটে বলতে হবে।এই সেকশনে আপনাকে একটানা কথা বলতে হবে টপিকটির উপরে।সেকশন ২ শেষে কাগজ পেন্সিল, কার্ড পরীক্ষককে দিয়ে দিবেন।
সেকশন (৩)–
এটায় সেকশন ২ এর টপিকের উপরে, আশে পাশে , নিচে বিস্তারিত বকবক করতে হবে।এই সেকশনটি একটু জটিল হয়ে থাকে। খুব বুদ্ধির সাথে উওর করতে হয়। বেশি বেশি অনুশীলন করতে থাকুন সব সহজ হয়ে যাবে ব্রো।
এই হচ্ছে আমার মাথায় থাকা IELTS এর কিছু কথা। — কোন ইনফরমেশন ভুল কি সঠিক তা নিয়ে ভাবার দরকার নাই যেমন : China is situated beside America……… কোন সমস্যা নাই। তবে My wife is the prettiest and he loves me very much তাহলে সমস্যা।Speaking মডিউলে বিনয়ী থাকুন।
এবারে IELTS প্রিপারেশন নিয়ে কথাঃ
১.Cambridge IELTS (6-15)*****
২.The official guide to IELTS***
3.Practice plus(1,2,3)
4.IELTS Test builder (1,2)
5.IELTS Trainer
6.Cambridge Ielts Vocabulary (Eng to BD)
7.Saifurs IELTS Vocabulary **
***আরো যদি Materials আপনার লাগে তবে বলতে পারেন।আমি বলে দিবো ইনশাআল্লাহ
(6-15) টি বই – ক্যাম্বিজ IELTS এর PDF আর Listening এর জন্য সব Audio পাওয়া যায় নেটে, ডাউনলোড করে প্রাকটিস করুন। তবে soft copy থেকে Reading প্র্যাকটিস করাটা অনেক পেইন।আমি সাজেস্ট করবো বই কিনুন আর বেশি বেশি প্যাক্টিস করুন ।
Writing :- রাইটিংয়ে ভালো করার উপায় হলো বেশি বেশি লেখার অভ্যাস করা। লেখার মধ্য ভেরিয়েশন নিয়ে আসা।একই Word বার বার ইউজ না করা,সম্ভব হলে আনকমন শব্দ ব্যবহার করা। Idoms & phrases, Linking words, Group verb এইগুলো বেশি বেশি ব্যবহার করা।এতে করে আপনার ব্যান্ড স্কোর এমনিতেই বেড়ে যাবে।
#Listening এর জন্য অনেকে ইংলিশ মুভি বা খবর দেখতে বলেন। সেটা কিন্তু ভাল উপদেশ । কিন্তু যদি আপনি প্রেশার কুকার টাইপ রান্নার মত পরীক্ষা দিতে চান তাইলে সেটা করে লাভ নাই বলেই আমি মনে করি। যত বেশি পারুন কেমব্রিজের বইগুলো দিয়ে প্রশ্ন সলভ করুন।বিকজ কেমব্রিজের ফরমেটেই প্রশ্ন করা হয়ে থাকে।
Reading এর জন্য বিশেষ কোন জ্ঞান নেই আমার। আমি কেন জানি এই মডিউলে ঠিক পেরে উঠতে পারতাম না।১ ঘন্টার ৩৯-৪০ টি প্রশ্ন Solve করা চারটি খানির কথা না বস! 



Speaking— সাবলিল ভাষায় কথা বলে যাবেন শুদ্ধ উচ্চারণের সহিত ননস্টপ। Fluency & Coherence, Grammer, Lexical resource, Pronunciation Criteria এর উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয় । ধরে নেন , আপনি এভারেজ স্পিকার। Vocabulary stock কিছু থাকা ভালো, যদি নাও থাকে কিছু মুখস্থ করুন। স্পেকিং এর জন্য জটিল ভোকাবুলারি জানা লাগবে না তবে জানা থাকলে সেইই। ব্যাস এবারে আপনি Fluently কথা ঝাড়ুন। কথায় আপনি অবশ্যই লাইন ঠিক রাখবেন, তাইলে coherence টাও আসলো । আর উচ্চারণতো ভাল রাখতেই হবে।এমন না যে ব্রিটিশ বা অস্ট্রেলিয়ানদের মতো করেই আপনাকে বলতে হবে। আপনি এশিয়ান, তাই এশিয়ানদের মতোই বলুন। বেশি ভাব নিবেন তো ধরা খাবেন! 



তবে এটার প্রাকটিস কিন্তু মারাত্মক জরুরী। আয়না বা রেকর্ডার নিয়ে প্র্যাকটিসের চাইতে ভাল হয় কারো সাথে কথা বলে বলে অভ্যাসটা বাড়ানো। আর চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন, জড়তা কেটে যাবে।ইনশাআল্লাহ
ব্যাস এই হচ্ছে কথা, লেগে পড়ুন অনুশীলনের কাজে।যত প্যাক্টিজ করবেন ততই ব্যান্ড স্কোর বাড়তে থাকবে। IELTS এর জন্য নির্দিষ্ট কোনো টিপস নেই,একটাই টিপস সেটা হলো Practice,Practice & Practice
আপনার IELTS যাত্রা শুভ ও সুন্দর হোক এই কামনা নিয়ে আজ এখানেই বিদায় নিলাম।আর IELTS নিয়ে পরের পর্বের জন্য অপেক্ষা করুন।
ধন্যবাদ
Rayhanul Islam Rajib
Tianjin University,China
Chemical Engineering
All reactions:
223223
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Quick Cook!
Tasty & Easy To Make Desserts With Blueberries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...
The Single Most Important Thing You Need To Know About Success
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...