Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

#Visa_Application_Form_Of_The_People #Republic’s Of China!! 

 #Visa_Application_Form_Of_The_People #Republic‘s Of China!!

(Rayhanul Islam Rajib)
Tianjin University,China
👉কীভাবে চায়নার জন্য ভিসা Application Form টি সঠিকভাবে Fill Up করতে হয় তার (A to Z) জানতে পোষ্টটির শেষ পর্যন্ত পড়ুন এবং পিকচার গুলো ফলো করুন!
নিম্নের লিংক থেকে Visa Application ফর্মটি Visa সেকশন থেকে ডাউনলোড দিয়ে নিবেন 👇http://bd.china-embassy.org/eng/lsyw/zjbl/
👉#Part 1:-Personal Information
1.1 বক্সে আপনার সম্পূর্ণ ইংলিশ নাম পাসপোর্ট অনুযায়ী বড় হাতের অক্ষরে কম্পিউটার টাইপ বা হাতে লেখে Fill Up করবেন।শুধু Last Name & First Name লেখবেন। First Name হলো আপনার পাসপোর্টের Given Name & Last Name হলো Surname
তবে Middle নেইম ফাকা রাখবেন,কেননা আমাদের কোনো Middle নেইম নেই,চাইনিজদের Middle নেম আছে।
তাই আমাদের কোনো কিছু লেখার দরকার নেই।
👉আবার অনেকের শুধু একটি মাএ নাম আছে যেমন Abdullah,Rafid,Sakib ইত্যাদি।তারা শুধু Last Name অপশনে তার একটি মাএ নাম লেখবেন।
1.2 &1.3 বক্সে N/A অথবা NONE টাইপ করুন। কারণ আপনার তো কোনো চাইনিজ নেইম জানা নেই।
1.4 বক্সে আপনি যে লিঙ্গের সেটা তে টিক চিহ্ন দিন। পুরুষ হলে Male অপশনে আর মহিলা হলে Female অপশনে টিক দিন।
1.5 বক্সে প্রথমে আপনার জন্মের সাল টাইপ করুন,এরপর মাস এবং সবশেষে তারিখ বসান।আপনার পাসপোর্ট অনুযায়ী বসান।
#এরপর ফর্মের ডানদিকে লক্ষ করুন ছবি লাগানোর অপশন আছে। ওখানে ৩৩×৪৮ সাইজের একটি ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আঠা দিয়ে পরে লাগিয়ে নিয়েন।
1.6 বক্সে আপনার জাতীয়তা BANGLADESHI টাইপ করে লেখুন।
আর 1.7 অপশনে টাইপ করুন N/A অথবা NONE লেখুন।
1.8 বক্সে আপনার পাসপোর্টের Address অনুযায়ী জন্মস্থান টাইপ করে লেখুন।
1.9 আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি লেখুন।আর, যদি না থাকে তবে জন্ম নিবন্ধনের সিরিয়াল নাম্বার বসিয়ে দিন।
আমরা যেহেতু স্টুডেন্ট তাই 1.10 বক্সে আপনার পাসপোর্টের ধরণ হিসেবে টিক চিহ্ন দিন Ordinary অপশনে।
1.11 বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিন & 1.12 বক্সে পাসপোর্টটি যে তারিখে ইস্যু হয়েছিলো তার সাল,মাস,এবং তারিখ লেখুন।
1.13 বক্সে লেখুন যে জায়গা হতে আপনার পাসপোর্টটি ইস্যু হয়েছিল সেই স্থানের নাম। পাসপোর্টেই লেখা অাছে খুজে দেখুন। DIP/DHAKA
1.4 বক্সে পাসপোর্টের Expiry ডেট বসান।এখানেও সাল,মাস,এবং তারিখ লেখুন।
1.15 অপশনে আপনি যদি শুধুই স্টুডেন্ট হন তবে Student অপশনে টিকা দিন। আর যদি কোনো কম্পানিতে জব করেন তবে Company employee অপশনে টিক চিহ্ন দিন এবং আপনার কর্মের পজিশনি উল্লেখ্য করুন।
1.16 বক্সে যারা চায়নাতে ব্যাচেলর করতে যাচ্ছেন তারা College অপশনে ক্লিক করুন। আর মাস্টার্সে যারা যাবেন তারা Undergradute এর একটি বক্স বানিয়ে নিয়ে টিক চিন্হ দিবেন।
আর PhD এর জন্য Post-graduate অপশনে এ টিক চিহ্ন দিন।
1.17 বক্সে আপনার সর্বশেষ কলেজের/ইউনিভার্সিটির নাম, ঠিকানা,কলেজের/ইউনিভার্সিটির ফোন নাম্বার বা শিক্ষকের মোবাইল নাম্বার/অথবা নিজের মোবাইল নাম্বারটা লেখুন। ওই কলেজের বা আশেপাশের পোস্ট অফিসের পোস্টাল কোড লেখুন।
1.18আপনার পাসপোর্টের যে Address দেওয়া আছে তা বসান।
1.19 বক্সে আপনার নিকটস্থ পোস্ট অফিসের কোড বসান।
1.20 & 1.21 বক্সগুলোতে আপনার বাবা,মা ভাইয়ের অথবা নিজের মোবাইল নাম্বার ও Email নাম্বার টাইপ করুন।
1.22 তে যদি আপনি বিবাহিত হন তবে Married অপশনে ক্লিক করুন আর অবিবাহিত হলে Unmarried অপশনে টিক দিন।
1.23 বক্সে প্রথম লাইনে বাবার নাম লেখুন পাসপোর্ট অনু্যায়ী,বাবার জাতীয়তা BANGLADESHI ,পেশা যা সেটা লেখুন, Relationship এ লেখুন FATHER ।সেকেন্ড লাইনে পাসপোর্ট অনু্যায়ী,মায়ের নাম, জাতীয়তা BANGLADESHI ,পেশা যা সেটা লেখুন, Relationship এ লেখুন MOTHER।
1.24 বক্সে বাবা,মা বা বড় ভাইয়ের নাম,মোবাইল নাম্বার,এবং সম্পর্কে সে আপনার কে হয় তা লেখুন। & 1.25 অপশনে BANGLADESHI লেখবেন।
#Part 2:Travel Information
2.1 এ লেখা আছে Purpose of Your Visit আমরা যারা পড়ার উদ্দেশ্য চায়নাতে গমন করতেছি তারা Long term study over 180 days অপশনে ক্লিক করবো। তাদেরকে X1 ভিসা দেওয়া হবে,বিকজ তারা মেজরের উপর পড়তে যাচ্ছে।
আর যারা 180 দিনের কম সময়ে পড়াশোনা করতে যাবেন চায়নাতে তারা Sort term Study Less than 180 তে ক্লিক করবেন।তারা X2 ভিসা পাবেন এবং ল্যান্গুয়েজ কোর্স করতে যাবেন।
2.2 তে ফাস্ট অপশন ক্লিক করবো। One entry Valid for 3 months from the date of issue.
2.3 বক্সে, যদি আপনি দ্রুত ভিসা পেতে চান তবে Express Delivery অপশনে ক্লিক করবেন,১-২ দিনের মাঝেই ভিসা পেয়ে যাবেন(৫৬৫০ টাকা লাগে)। আর ধীরে নিতে চাইলে Regular Delivery তে ক্লিক করবেন,৫-৬ দিন সময় লাগে(২৬৫০ টাকা লাগে)।
2.4 চায়নাতে সম্ভাব্য কত তারিখে যেতে পারেন তা অনুমান করে বসিয়ে দিন(সাল,মাস,তারিখ)।
এটা কমবেশি হলে সমস্যা নেই।
#2.5 & 2.6 ফাকা রাখবেন। কোনো কিছু লেখার দরকার নেই।
2.7 বক্সে যদি নিজের টাকা দিয়ে এয়ার টিকেট ক্রয় করে থাকেন তবে লেখবেন TRAVEL BY SELF আর যদি মিনিস্টি থেকে টিকেট ফ্রি পান তবে লেখবেন EXPENCES BY CHINA SCHOLARSHIP COUNCIL(CSC)
2.8 অপসনে বড় হরফে লেখুন আপনার University এর নাম,ঠিকানা,ও ফোন নাম্বার।এইসব পাবেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে।
আর, Relationship with the Applicant অপশনে লেখুন Student ।
2.9 অপশনে যারা চায়না ভিসা পাননি তারা NONE লেখবেন।আর কেউ যদি চাইনিজ ভিসা আগেও পেয়ে থাকেন তবে সেটা লেখা বাধ্যতামূলক নয় যদিও অাপনি আগে চায়নাতে ছিলেন।মন চাইলে লেখতে পারেন আর না লেখলেও সমস্যা নেই।
& 2.10 বক্সে ফাকা রাখুন।
# Part 3:- Other Information
3.1 থেকে 3.5 অপশন পর্যন্ত সব গুলাতে N/A অথবা NONE তে ক্লিক করুন।
3.6 বক্সে N/A লেখুন।
# Part 4 :- Decalaration & Signatures
4.3 অপশনে আপনি কলম দিয়ে নিজে
সাইন করবেন & এ্যাম্বাসীতে যাওয়ার সম্ভাব্য তারিখ অনুযায়ী ডেট বসাবেন।কমবেশি হলে কোনো সমস্যা নেই।
আপনার চাইনিজ ভিসা ফর্মটি এখন সম্পুর্ন প্রস্তুত। সবাই ভালো থাকবেন,সুস্থ্য থাকবেন আর আমার জন্যে দোয়া রাখবেন যেন গ্রুপে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট করতে পারি,ইনশাআল্লাহ।
#নোটঃ-পোষ্টটি মোটেও কপিপেস্ট কিংবা অন্য কোনো গ্রুপে নিজের নাম দিয়ে চালিয়ে দেওয়া যাবে না।কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্হা নেওয়া হবে!!
Rayhanul Islam Rajib
Tianjin University,China
Chemical Engineering

All reactions:

163


Related posts

Leave a Reply

Required fields are marked *