#Shopping_For_China (2023)

উচ্চশিক্ষায়,কেনাকাটা পর্ব,চায়না।
বেশ কিছুদিন থেকেই ভাবছি চায়নাতে আসার আগে আপনাদের কেমন প্রিপারেশন নিতে হবে এবং আবহাওয়ার উপর ভিত্তি করে কোন টাইপের জিনিসপত্র আপনাদের সাথে রাখতে হবে। কোন জিনিস গুলি অধিক গুরুত্ব দিয়ে কিনতে হবে,কোন গুলি মোটেও কিনবেন না!
সেই লক্ষ্যেই আমার আজকে লেখতে বসা,কিন্তু সত্যি বলতে এই লেখাটি মোটেও সহজ নয় তবুও কিছু স্টুডেন্ট ভাইদের রিকুয়েস্টে লেখতে আরম্ভ করলাম।। ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন কেননা একেক জনের পছন্দ,অভিরুচি একেক রকমের! চলুন তবে পোষ্টটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক!!!
শপিং এর শুরুতেই ভালো মানের একটি মজবুত লাগেজ কেনার চেষ্টা করবেন। কেননা,অনেকেই আছে কমদামী লাগেজ দিয়ে চায়নাতে পাড়ি জমাতে চায় আর ফলাফল স্বরুপ লাগেজ যায় ভেঙ্গে, তখন তা মাথায় করে নিয়ে চায়নার এয়ারপোর্ট ত্যাগ করতে হয়। লাগেজ কেনা নিয়ে একদম কিপ্টামি করবেন না !!
মোটামুটি দামের মধ্যে President লাগেজটি ক্রয় করতে পারেন। সার্ভিস বেশ ভালোই দেয়



আপনারা যদি দরদাম করে আরও ভালোমানের কিছু কিনতে পারেন তবে অবশ্যই তা নিবেন।।



#For_Example: আপনি China Eastern Airlines এ টিকিট করেছেন,তারা আপনাকে Check In লাগেজে বলেছে ২০ কেজি নিতে আর হাত ব্যাগে ৭ কেজি।
অবশ্যই আপনি বড় লাগেজে ২০ কেজিই নিবেন।
যদি ২১ কেজি হয় তবে কনসিডার করতেও পারে আবার নাও পারে। যে লাগেজ Check In করবেন তা যদি ওজনে বেশি হয়ে যায় তবে মালপত্র ফেলে দিয়ে যেতে হবে। 



আর হাত ব্যাগে বলেছে ৭ কেজি,এখানে আপনি ১০-১৪ কেজি নিলেও সমস্যা নেই। কারণ এই ব্যাগটি Weight করা হয় না,আহ্ মজা



আর হাত ব্যাগ/ট্রলি ব্যাগ যা প্লেনের ভিতরে থাকবে তাতে কোনো লিকুইড,কাচি,ছুরি,Metal,Harmful কোনো কিছুই নেওয়া যাবে না। এসব বড় লাগেজে নিতে হবে। তবে ব্যাটারী জাতীয় জিনিস ঘাড় ব্যাগে নিয়েন।।
#Money(RMB/DOLLAR)

আমি পারসোনালি সাজেস্ট করবো RMB বেশি করেই নিয়ে যেতে। কারণ, চীনে আসার পরেই অনেক সময় এয়ারপোর্টে,বাসে,ট্রেনে,দোকানে,রেস্টুরেন্টে খেতে বিভিন্ন কারণে Rmb প্রয়োজন হবে ৷।
ইউনিভার্সিটি তে গিয়েও বিভিন্ন Purpose এ Rmb দিতে হবে। তবে মন চাইলে অল্প কিছু পরিমাণ ডলার করে নিয়ে আসতে পারেন,এটা আপনার ইচ্ছা।। তবে অবশ্যই আপনার সাথে বহনকৃত RMB/Dollar কিন্তু Endorsement করাতে হবে।
যারা ঢাকাতে থাকেন তারা মতিঝিল যেতে পারেন Money Exchange এর জন্য। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হলো ঢাকা এয়ারপোর্টের ভিতরে সোনালী ব্যাংক থেকে আপনার মানি Exchange করে নিতে পারেন। সবচেয়ে ভালো রেট পাবেন + সার্ভিস ও দারুণ। আমি বেশ কয়েকবার তাদের থেকে করিয়েছি ভালো বিধায় বলতেছি 

সহজ ফর্মুলা- আমি সোনালী ব্যাংকে এয়ারপোর্টের ভিতরে শাখাতে গিয়েছি,আজকের Rmb রেট কতো জিজ্ঞাসা করেছি,এরপর বলেছি ৩০-৪০ হাজার টাকার rmb নিবো।ব্যাংকের সে ব্যাক্তি হিসাবপাতি করে + তাদের সার্ভিস চার্জ সহ ক্যালকুলেট করেছে। বাংলা টাকা দিয়ে দিলাম,এখন সে পাসপোর্ট নিয়ে পাসপোর্টের শেষের দিকে Endorsement করার অপশনে গিয়ে লিগ্যালি Endorsement করে দিয়েছে।
এখন আপনার বহনকৃত Money সম্পূর্ণ বৈধ

সবশেষে,আপনাকে পাসপোর্ট এবং Money Exchange এর পেপার Back দিবে। এটা কী খুব কঠিন কোনো বিষয় বলেন???
একইভাবে ডলার ও Endorsement করতে হবে। তারাই সবকিছু করে দিবে।



#Books_&_Materials:
যারা ইংলিশ & চাইনিজ মিডিয়ামে ব্যাচেলর/ বিএসসি কোর্সে চায়নাতে বিভিন্ন মেজরের উপর পড়তে আসবেন তারা এন্টারমেডিয়েট অথবা অনার্সের প্রথম বর্ষের কিছু প্রয়োজনীয় বই,নোট,নোট খাতা,লেখার প্যাড সাথে রাখতে পারেন।।
চায়নাতে খাতার দাম একটু বেশি,তাই চেষ্টা করবেন প্রয়োজন মাফিক খাতা কলম দেশে থেকে নিয়ে আসতে।
এরপর,ম্যাথমেট্রিক্স,ক্যালকুলাস,ফান্ডামেন্টাল,পদার্থ বিজ্ঞান,রসায়ন ও কিছু ধর্মীও কিতাব-আদী,পবিএ কোরআন শরীফ,চাইনিজ ভাষা শিক্ষার বই ও সঙ্গে রাখতে পারেন। এছাড়াও শিক্ষাকার্যে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপএের মধ্যে ক্যালকুলেটর,স্কেল,পেনসিল,রাবার,শ্যাপনার,কলম,জেলপেন,খাতা,প্যাড,ডাইরী,ফাইল, মার্কার পেন,কম্পাস,
পানির বোতল,ব্যাগ,ছাতা,স্টাপলার,পিন,,ইত্যাদি ও নিতেও ভুলবেন না।।
#Foods_&_Spices:
প্লেট,গ্লাস,চামচ,বিভিন্ন রকমের মশলা, বিশেষ করে হলুদ গুড়া,গুড়া মরিচ,ধনিয়া গুড়া,পোলাও চাল, তেজপাতা,লাচ্চা সেমাই, বিভিন্ন মাংশের মসলা নিয়া আসবেন ৷চায়নাতে হলুদ গুড়া পাওয়া যায় না বললেই চলে!!
আসার সময় আলতু ফালতু জিনিস না এনে বেশি করে মসলা নিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ যদি আপনি রান্না করে খেতে চান,এতে টাকা কম পরে!
বিশেষ করে হলুদ গুড়া,গুড়া মরিচ,মাংস ও মাছের তরকারীর জন্য বিভিন্ন মশলা নিবেন।

চীনে এগুলো মশলা পাওয়া বেশ টাফ আর পেলেও অনেক বেশি এক্সপেনসিভ হয় ৷ মশুর ডাল নিয়ে আসবেন যতটা পারেন বিকজ চায়নাতে মশুর ডাল পাওয়া যায়না বললেই চলে!!
এছাড়াও এলাচ,জিরা,চিড়ামুড়ি,চিনি-গুড়,চানাচুর,বিস্কিট,আচার,সরিষার তৈল,ঘী,খেজুর,কিচমিচ-বাদাম,লাড়ু,ইস্পাহানী টি বক্স,চায়ের পাতি পরিমান মতো সাথে নিতে পারেন।

চীনের আবহাওয়ার কথা ভেবে,আসার সময় সাবান,শ্যাম্পু, ভ্যাসলিন, ময়েশ্চরাইজার,Perfume লিপজেল,বডি-লোশন,ফেসওয়াশ,নারিকেল তৈল,সরিষার তৈল,ক্রিম,ইত্যাদি সঙ্গে নিয়ে আসলে নিজেই লাভবান হবেন।
চায়নাতে কসমেটিক্স সামগ্রীর দাম একটু বেশি,তাই চেষ্টা করবেন দেশ থেকে প্রয়োজন মতো নিয়ে আসতে।
এখানে আপুদের জন্য কোনো কিছুই লেখতে পারলাম না কারণ তারা যে কী টাইপের কসমেটিকস ব্যবহার করে সেই বিষয়ে আমার নূন্যতমও ধারণা নেই!সরি আপুরা!!




কিছু গুরুত্বপূর্ণ কাপড় চোপড় বাংলাদেশ থেকে ক্রয় করে নিয়ে আসাই অধিকতর ভালো ও বুদ্ধিমানের কাজ৷ বিকজ ওয়াল্ডে একমাএ কমদামে ভালো মানের কাপড় আমাদের বাংলাদেশেই পাওয়া যায়।তাই চেষ্টা করবেন প্রয়োজনীয় কাপড় দেশ থেকেই নিয়ে আসতে।
তবে চীনের কাপড়ও ভালো বাট দাম তুলনামূলক একটু বেশি।ভুলেও শীতের কাপড় দেশ থেকে ক্রয় করে নিয়ে আসবেন না যদি আপনি সেপ্টেম্বর/অক্টোবর মাসে চায়নাতে আসেন,
আর ফেব্রুয়ারি মাসে যারা আসবেন তারা যাস্ট পরে আসার মতো হালকা গরমের কাপড় পরে আসবেন।বিকজ এখানে যে শীত তা বাংলাদেশী কাপড়ে কাটবে না!!
এখানে আসার পরে কিনে নিলেই হবে







শার্ট,প্যান্ট,লুঙ্গী,পান্জাবী,পাজামা,টুপি,রুমাল,গামছা,তোয়ালে,টাই,মোজা,টিশার্ট,টাই-সু্ট,সেন্টু গেন্জি,জার্সি,আন্ডারও্যয়ার,টাইস প্যান্ট শীতের জন্য,জায়নামাজ ইত্যাদি নিয়ে আসতে পারেন।
বাংলাদেশের জার্সি & পতাকাও নিতে পারেন 

স্লিপার,কেডর্স,Shoe,চিরুনি,ব্রাশ,টুথপেষ্ট,সাবান,শ্যম্পুবেল্ট,চশমা,হাত ঘড়ি, কেচি,আয়না,রেজার,নেইল কার্টার,আতর,তসবী,পার্ফিউম,নীল,কটনবার,মোবাইল,চার্জার,হেডফোন,ল্যাপটপ,হ্যাঙ্গার,বালিশের কাভার,বেডশীট,তালা-চাবি সহ ইত্যাদি। চায়নাতে ইলেকট্রনিক ডিভাইসের দাম কম হওয়াতে অনেকেই এখানে এসেই মোবাইল,ল্যাপটপ,স্মার্ট ওয়াচ ক্রয় করে থাকে।এটাই বুদ্ধিমানের কাজ


জ্বর,সর্দি,কাশি,এ্যাসিডিটির,টনসিলের জন্য,মুভ,স্যাভলন-তুলা,পেভিসোন, খাবার স্যালাইন,Eye drop,ব্যান্ডেজ,পোভিসেভ লিকুয়িড,ব্যান্ড-এইড সহ যার যা দরকারী ঔষধ লাগে সেসব ঔষধ সাথে নিয়ে আসবেন।কেননা চীনে ঔষধ খুব এক্সপেন্সিভ এবং তারা বক্স আকারে ঔষধ বিক্রি করে থাকে।
বাংলাদেশে যখন ঔষধ ক্রয় করবেন তখন ডেট চেক করে কিনবেন।এ্যাসিডিটির ঔষধ বেশি করে নিবেন এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন & মোটামুটি সব সময়ই লাগে। যদিও চায়নাতে অসুখ বিসুখ খুব কমই হয় পরিবেশ ও পরিচ্ছন্নতার কারণে,আলহামদুল্লিলাহ্।।
#Certificate & Transcript:

সকল সার্টিফিকেটের ফটোকপি করে নিবেন মিনিমাম ৪-৫ কপি আর ছবি উঠাবেন ২০-২৪ কপি At Least(ল্যাব প্রিন্ট ৩৩×৪৮mmসাদা ব্যাকগ্রাউন্ড)। কারণ চায়নাতে বিভিন্ন কাজে ছবি লাগবে + ছবি তোলা ও অনেক এক্সপেন্সিভ এখানে!

#Don‘t Buy
কেডর্স,Shoe বাংলাদেশে কিনবেন না কারণ চায়নাতে সব ধরনের জুতার দামও কম আবার ডিজাইন ও দারুন।। চাল,ছাতা,দেওয়াল ঘড়ি সহ A to Z পেয়ে যাবেন চায়নার বিগেষ্ট অনলাইন মার্কেটে
মোবাইল এ্যাপ্স দিয়েই সবকিছুর অর্ডার করতে পারবেন।
#ফাইনালি, আল্লাহর নাম নিয়ে বিমানে চেপে উচ্চশিক্ষার লক্ষ্যে পাড়ি জমান সূূদুর চীন মুল্লুকে।। চায়না এয়ারপোর্টে নেমে ফ্রী WiFi কানেক্ট করে WeChat Apps দিয়ে দেশে পরিবারের সাথে কথা বলতে পারবেন। WeChat ব্যবহার করার সময় অবশ্যই VPN বন্ধ রাখবেন। আর আপনি যদি Facebook,Messenger ইত্যাদি ইউজ করতে চান তবে VPN কানেক্ট করতে হবে।।
আর হ্যাঁ ভাই মনে রাখবেন,চায়নাতে আসার পরে সামান্যতম সাহায্য সহযোগিতা হলেও দেশের জন্য,দেশের স্টুডেন্টদের জন্য করার চেষ্টা করবেন। কেননা আপনিও কারো না কারো সাহায্য সহযোগী নিয়ে চায়নাতে এসেছেন।।
আর এর জন্যে মহান আল্লাহ পাক আপনাকে উওম জাযাখায়ের দান করবেন ইনশাআল্লাহ।
All reactions:
262262
Related posts
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Quick Cook!
Tasty & Easy To Make Desserts With Blueberries
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...
The Single Most Important Thing You Need To Know About Success
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam laoreet, nunc et accumsan cursus, neque eros sodales lectus, in fermentum...