Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Trending News

Blog Post

Blog

চীনের জন্য Bank Statement- 2023 

 চীনের জন্য Bank Statement- 2023 !!

🇨🇳
চাইনিজ Embassy এর অনলাইন পোর্টালে ভিসার জন্য আবেদন করার সময় কত মাসের Bank Statement দেখাতে হয়?
উত্তর: তারা চায় আপনি যে ব্যাংক একাউন্ট অনলাইন পোর্টালে সাবমিট করবেন সেই ব্যাংক একাউন্টের বয়স যেন মিনিমাম ৬ মাস হয়।। তবে Transaction ও টোটাল ব্যালেন্স ভালো থাকলে
১-২-৩-৪-৫-৬ মাসের স্টেটমেন্ট দিয়েও ভিসা হচ্ছে এবছর।।
প্রশ্ন- ২
কার কার Bank Account চাইনিজ এ্যাম্বাসীর অনলাইন পোর্টালে সাবমিট করা যাবে??
#উত্তর: আপনার নিজের, আপনার বাবার, অথবা আপনার মায়ের Bank Account থেকে Statement নিয়ে সেটা অনলাইন ভিসার জন্য সাবমিট করলে সবচেয়ে বেশি ভালো হয়।। সেই সাথে Bank Solvency ও নিতে হবে। ব্যাংকে বললেই দিয়ে দিবে।।
আমার নিজের, মায়ের কিংবা বাবার নামে কোনো Bank Account নেই! তাহলে করনীয় কী??
উত্তর: আপনার আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন মামা, ফুফু, খালা কিংবা ফাস্ট ব্লাড Relatives দের এ্যাকাউন্ট থেকে ও ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন।।
তবে নিজের, নিজ বাবার, নিজ মায়ের এ্যাকাউন্ট থেকে Statement দেখানোই সবচেয়ে উত্তম ।। এই তিনজনের ব্যাংক স্টেটমেন্ট দেখালে কোনো Affidavit করতে হবে না।।
*** অন্যদের একাউন্ট থেকে Statement নিলে অবশ্যই সেটা পাবলিক Lawyer দ্বারা Affidavit করে নিতে হবে এবং রিলেশন শীপের একটি লেটার ও লাগবে। যার একাউন্ট দেখাচ্ছেন সে আপনার কে হয় বা তার সাথে আপনার সম্পর্ক কী, এ বিষয়ে একটি লেটার ও তার ব্যাক্তিগত NID লাগবে। Lawyer রা এসব ভালোই জানেন। তাদের কাছে ফরম্যাট ও আছে।।
(এফিডেবিট নিয়ে আমার লেখা বিস্তারিত একটি পোস্ট আছে, গ্রুপ থেকে পড়ে নিয়েন)
আমি তো স্টুডেন্ট, আমার নামে ব্যাংক একাউন্ট থাকলে তারা তো বলতে পারে তোমার এই টাকার উৎস কী?
উত্তর: বোকা ছেলে! বলবে তুমি Freelancing করো। অথবা টিউশনি করো। অথবা অনলাইনে পণ্য সামগ্রী বিক্রি করো। যা ইনকাম করো তা এই একাউন্টে জমা রাখো। পাশাপাশি তোমার বাবা ও এই একাউন্টে টাকা জমা রাখে৷ শেষ! খেল খতম 😁😁
চাইনিজ এ্যাম্বাসীতে কত টাকার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়??
উত্তর: চাইনিজ এ্যাম্বাসীর হিসেব মতে, মিনিমাম 2500 ডলারের সম পরিমাণ বাংলা টাকা ব্যালেন্সে থাকতে হবে। 2500 ডলারে আসে 2 লক্ষ 70 হাজার টাকা প্রায়।
আপনি চেষ্টা করবেন এর চেয়ে যেন ৫০- ১ লাখ টাকা বেশিই থাকে। ৩-৪ লাখ বা তার বেশি টাকা দেখাতে পারলে আরো ভালো হয়।। পাশাপাশি Bank Solvency ও দেখাতে হবে। অনলাইনে ভিসা আবেদন করার সময় Bank Statement ও সলভেন্সি পেপার সাবমিট করতে হবে।।
Fixed Deposit একাউন্ট থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখালে চাইনিজ Embassy Accept করবে কী?
উত্তর: No, কারণ ফিক্সড ডিপোজিট একাউন্টে কোনো লেনদেন হয় না৷ একাউন্টটি Active থাকে না এবং সেখানে মাসিক কোনো লেনদেন ও হয় না।
এ জন্য এই টাইপের একাউন্ট Not Accepted 🏛️
অনলাইনে চাইনিজ ভিসা আবেদনের কতদিন আগে ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে নিলে ভালো হয়?
#উত্তর : আমার মতে ৭-১০ দিন৷ এর একটু কম বেশি হলেও সমস্যা নেই। তবে ব্যাংক স্টেটমেন্ট
টাটকা হলে বেশি ভালো হয়।। সেই সাথে Bank Solvency ও নিবেন। অনলাইনে ভিসা আবেদন করার সময় Bank Statement ও সলভেন্সি পেপার সাবমিট করতে হবে।।
আমার বাবার NID এবং Bank Statement এ নাম আছে Sirajul Islam আর আমার পাসপোর্টে বাবার নাম আছে Sirazul Islam.. এতে কী কোনো সমস্যা হবে??
#উত্তর: Yes, অবশ্যই প্রবলেম আছে৷ আপনার পাসপোর্টের সাথে আপনার বাবার ব্যাংক স্টেটমেন্টে মিল থাকতে হবে। যদি Spelling মিসটেক থাকে তবে Lawyer দ্বারা Affidavit করিয়ে নিতে হবে। তাহলে আর সমস্যা হবে না।
ইউনিভার্সিটি তে আবেদনের সময় এবং চাইনিজ এম্ব্যাসীতে ভিসা নেওয়ার সময় কী, একই Bank Statement হতে হয় নাকী ভিন্ন হলেও কোনো সমস্যা নেই?
উত্তর: ভিন্ন হলেও কোনো সমস্যা নেই। ভার্সিটি তে আবেদনের সময় যে Statement দেখিয়েছেন সেটার সাথে চাইনিজ এম্ব্যাসির পোর্টালে ভিসা আবেদনের জন্য যে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন তার কোনো সম্পর্ক নেই। ভিসা আবেদনের সময় যেটা দেখাবেন সেটাই Real, সেটাই মেইন।
ব্যাংক স্টেটমেন্ট এর সাথে ব্যাংক সলভেন্সি পেপার ও কী জমা দিতে হবে?
উত্তর: দুইটা দেখালে বেশি ভালো হয়। ব্যাংকে বললেই তারা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি পেপার্স দিয়ে দিবে ।।
তবে এটলিষ্ট ব্যাংক স্টেটমেন্ট পেপার অবশ্যই অনলাইনে চাইনিজ ভিসার আবেদন পোর্টালে সাবমিট করতে হবে।। Bank Statement এর মেইন কপি থেকে কম্পিউটার স্ক্যান করে অনলাইনে Jpg ফাইল সাবমিট করবেন ।
আমি যে একাউন্ট দেখাতে চাচ্চি সেখানে আগে তেমন দেনদেন হয়নি। এখনো আমার করণীয় কী?
উত্তর: এ অবস্থায় আপনার প্রধান কাজ হলো, উক্ত একাউন্টে ডেইলি ৩০- ৪০-৫০-৬০-৭০-৮০ হাজার করে টাকা ঢুকানো আর বের করা।। এভাবে ১০-১২-১৫ বা তার অধিক দিন ট্রান্সেক্সান
করতে থাকেন।
আর যখন ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নিবেন তখন যেন ঐ একাউন্টে মিনিমাম ২৫০০ ডলারের সম পরিমাণ বাংলা টাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা থাকে৷। আশা করি ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।।
ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে– যে টাকা Account এ ছিলো সেটা ভিসা হওয়ার আগেই উঠানো যাবে কী??
উওর: এটা আসলে নিয়ম বহির্ভূত কাজ। নিয়ম হলো ভিসা হওয়ার পরে টাকা উঠিয়ে নেওয়া। বাট অনেকের পক্ষে এটা সম্ভব হয়ে উঠে না!
আমার অনেক স্টুডেন্ট ভিসা হওয়ার আগেই ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়েছে এবং তারা ভিসাও পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে, চাইনিজ Embassy ব্যাংকে খোঁজ খবর নেয় না। চাইনিজ Embassy অনেক ব্যাস্ত থাকে। এসব খুঁজে ভিসা দিতে গেলে একজন স্টুডেন্টের ভিসা পেতে পেতে ১-২ বছর ও লেগে যেতে পারে 😂😂😂
————————————————————-
#ব্যাংক_স্টেটমেন্ট নিয়ে আরো কথা:
১। যদি শিক্ষার্থীর নামে ব্যাংক এ্যাকাউন্ট হয়,তবে তাঁর ব্যাংক একাউন্টের নামের সাথে পাসপোর্টের নাম মিল থাকতে হবে। মিল না থাকলে Lawyer দ্বারা Affidavit করে নিতে হবে।।
২। যদি বাবা, মায়ের নামে Bank Account হয় তবে তার পাসপোর্টের বাবা মায়ের নামের সাথে Bank Account এর নাম একই হতে হবে। যদি ভিন্নতা থাকে তবে সেটা Lawyer দ্বারা এফিডেভিট করে নিতে হবে।
৩। অনেকে ভাবে তাদের ব্যাংক একাউন্টে তেমন ট্রান্সেক্সান নেই এখন হটাৎ বড় অঙ্কের টাকা ডিপোজিট করলে কোন প্রকার সমস্যা হবে কি না?
দেখুন আপনি একজন ছাত্র / অথবা আপনাদের মধ্যবিত্ত ফ্যামিলি। আর একজন ছাত্রের কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির ব্যাংক একাউন্টে খুব বেশি ট্রান্সেক্সান থাকবে না এটাই স্বাভাবিক।
তবে যখন থেকে চীনের এ্যাডমিশন প্রস্তুতি নিবেন তখন থেকেই ছোট ছোট এমাউন্টের লেনদেন করতে থাকুন । যেমন, উদাহরণস্বরুপ ৩০,০০০ টাকা ডিপোজিট করলেন আবার ১০,০০০ টাকা তুলে নিলেন। আবার ৫-৭ দিন পরে ২০ হাজার জমা করলেন, এইভাবে লেনদেন চালাইতে থাকেন। প্রতি মাসে মিনিমাম একটি হলেও যেন লেনদেন থাকে। এভাবে ,লেনদেন করতেই থাকেন।।
৪। যে ব্রাঞ্চে একাউন্ট খুলেছেন ঐ ব্রাঞ্চ থেকেই ব্যাংক স্টেটমেন্ট & ব্যাংক সলভেন্সি নেওয়া অধিক ভালো।
৫। চেষ্টা করুন Chinese Embassy এর নির্দেশনা মোতাবেক কমপক্ষে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা এ্যাকাউন্টে বেশি রাখতে। চায়না এ্যাম্বাসীতে নূন্যতম রিকোয়ারমেন্টস হিসাবে £2500 USD এর সম পরিমাণ এমাউন্ট দেখাতে বলা হয়েছে। যা বাংলা টাকাতে ২ লক্ষ ৭০ হাজার টাকার মতো হয়। তাহলে, আপনি ৩ লক্ষ প্লাস রাখার চেষ্টা করুন, ভিসা পেতে অতি সহজ হবে।
৬। চায়না দূতাবাসের নির্দেশনা মোতাবেক ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিন। চায়নায় জন্য ৬ মাসের ব্যাংক স্টেইটমেন্ট দেখাতে হয়। তবে Transaction ও টোটাল ব্যালেন্স ভালো থাকলে ১-২-৩-৪-৫ মাসের স্টেটমেন্ট দিয়েও ভিসা পাওয়া যাচ্ছে।।
*** আমি বলবো, চেষ্টা করবেন ৬ মাসের ই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে। ব্যাংকে বললেই আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবে, কোনো টাকা নিবে না। এক্ষেত্রে প্রাইভেট ব্যাংকগুলো ভালো সার্ভিস দিয়ে থাকে, ব্যাক্তিগত মতামত আমার। অনেক ব্যাংক আবার এটার জন্য টাকা চায় তবে ভালো সম্পর্ক থাকলে টাকা দিতে হয় না। 📷📷
৭। ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেন করবেন না!
গত ১ বছর বা ৬ মাসে তেমন কোনো লেনদেন নেই। ধুম করে ৩-৪ লাখ টাকা একাউন্টে ঢুকিয়ে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে সেটা আপলোড করলেন।
এমনটা কখনোই করবেন না! বরং মোটা অংকের টাকা টা ৩-৪ ধাপে একাউন্টে জমা করতে পারেন৷ তারপর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনলাইনে আপলোড করুন।।
৭। ফাইনালী যখন স্টেটমেন্ট নিবেন তখন দেখবেন কত টাকা আপনার একাউন্টে আছে। যদি দেখেন ২ লাখ ৭০ এর কম আছে তখন অতিরিক্ত টাকা উক্ত একাউন্টে ঢুকিয়ে দিবেন। ফাইনাল Balance যেন ২ লাখ ৭০ এর বেশি থাকে। ৩-৪ লাখ হলে আরো ভালো 👍
#
📷@নোটঃ সাধারণত JW202 হোল্ডার হলে তাদেরকেই শুধু ব্যাংক স্টেইটম্যান্ট & ব্যাংক সলভেন্সি পেপার্স চাইনিজ এ্যাম্বাসীর পোর্টালে আপলোড করতে হয়। JW201 দের কোনোই প্রয়োজন নেই।
📷@নোট-২ঃ Chinese Embassy তে কারেন্ট এ্যাকাউন্ট,স্টুডেন্ট এ্যাকাউন্ট অথবা সেভিংস এ্যাকাউন্ট থেকে Bank Statement & Bank Solvency পেপার্স দেখতে চায়,বাট ফিক্সড ডিপোজিট এ্যাকাউন্ট থেকে হলে ভিসা দিবে না,কারণ Fixed Deposit Account এ কোনো লেনদেন হয় না!!
#নোট: পোস্টটি কপি-পেস্ট করা যাবে না এবং অন্য কোনো গ্রুপে বা পেজে ব্যবহার করা যাবে না। ধন্যবাদ #Bank_Statement #Bank_Solvency
Founder & CEO
China Scholarship Helpline – CSH

All reactions:

61


Related posts

Leave a Reply

Required fields are marked *